More
    Homeজাতীয়এবার থেকে Yono অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লোন পাবেন গ্রাহকরা, SBI এর...

    এবার থেকে Yono অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লোন পাবেন গ্রাহকরা, SBI এর পক্ষ থেকে চালু হতে চলেছে নতুন পরিষেবা

    ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) পক্ষ থেকে চালু হতে চলেছে নতুন পরিষেবা। এবার থেকে Yono অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লোন পাবেন গ্রাহকরা। আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার নেই। ঘরে বসেই ডিজিটাল উপায়ে আবেদন করতে পারবেন হোম লোন, কার লোনের জন্য। এর জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ব্যাঙ্ক।

    যদিও এই পরিষেবা চালু আছে স্টেট ব্যাঙ্কে। তবে তা স্বল্প ঋণের জন্য। যেখানে কোনও ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার নেই। এমনকি কোনোরকম নথিপত্র যাচাইয়ের প্রয়োজন নেই। সম্পূর্ণ অনলাইনে সমস্ত তথ্য পেশ করে লোনের জন্য আবেদন করতে পারবেন। বিজনেস টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে স্টেট ব্যাঙ্ক এইরকমই একটি লোনের পরিকল্পনা করছে। কোনোরকম ঝামেলা ছাড়া ডিজিটালই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করা হবে। এর জন্য ডিজিটাল সিস্টেমের প্রয়োজন। যা নিয়ে ইতিমধ্যে একটি Digital Document Execution (DDE) সিস্টেম পরীক্ষা করছে। যেখানে ডিজিটাল স্বাক্ষর এবং অন্যান্য ডিজিটাল পরিকাঠামো থাকবে। ২২ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে ই-স্ট্যাম্পিং সিস্টেম উপলব্ধ রয়েছে। এই রাজ্যগুলিতেই গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ব্যাঙ্ক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments