More
    Homeরাজ্যকরোনা আবহে মগরাহাট বোর্ড অফ ট্রাস্টের উদ্যোগে চালু হল ফ্রি কোভিড সেফ...

    করোনা আবহে মগরাহাট বোর্ড অফ ট্রাস্টের উদ্যোগে চালু হল ফ্রি কোভিড সেফ হোম

    করোনা আবহে মগরাহাট বোর্ড অফ ট্রাস্টের উদ্যোগে ফ্রি কোভিড সেফ হোম চালু হল। উদ্বোধন করলেন মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়ক নমিতা সাহা।
    মগরাহাট পূর্ব বিধানসভায় এই প্রথম ফ্রি কোভিড সেফ হোম শুরু হলো।
    কোভিড মোকাবিলায় ডায়মন্ড হারবার মহকুমায় রাজ্য সরকারের উদ্যোগে সেফ হোম করা হয়েছে ডায়মন্ড হারবার স্টেডিয়ামে। অবশ্য রাজ্য জুড়ে কার্যত লকডাউন চলায় বন্ধ রেল পরিষেবা। তাই মগরাহাট থেকে ডায়মন্ড হারবার পৌঁছতে ভীষণ সমস্যায় পড়তে হয় মগরাহাটবাসীর। তাই করোনা আক্রান্তদের কথা ভেবে মগরাহাট বোর্ড অফ ট্রাস্টের সভাপতি সেলিম লস্করের উদ্যোগে এলাকার বয়েজ হোস্টেলকে পরিণত করা হল ফ্রি কোভিড সেফ হোমে। মগরাহাট ব্লক আধিকারিক শেখ আবদুল্লাহ বলেন, এই সেফ হোমে থাকছে ৩০টি শয্যা। ২৪ ঘন্টা পরিষেবা দিতে ৩ জন চিকিত্‍সক ও ৪ জন নার্স থাকছেন। পাশাপাশি ওষুধ, অক্সিজেন নিয়ে দূর থেকে আসা রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য থাকবে সর্বদা। এলাকায় সরকারি বা বেসরকারি কোনও সেফ হোম নেই। তাই মানুষের উপকার হবে।
    মগরাহাট পূর্ব বিধানসভা এলাকায় এই প্রথম ফ্রি কোভিড সেফ হোম শুরু হওয়ায় স্বস্তিতে মগরাহাটবাসী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments