More
    Homeখবরকেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হল।

     

    প্রসঙ্গত,কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে রাজভবন থেকে কড়া বিবৃতি এসেছিল। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও, তার উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন মামলাকারী আইনজীবীর। আর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইকে বলে আবেদন করা হয়েছিল।এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এখন এই সিদ্ধান্ত এসেছে।

     

    গত শনিবার কোচবিহারের দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা থেকে শুরু করে পাথর ছুড়ে হামলা করা হয়েছিল বলে অভিযোগ। তখন থেকেই রাজ্য বিজেপির পক্ষে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়। রাজ্যপালও কড়া বিবৃতি দিয়েছেন আইনশৃঙ্খলা নিয়ে। দিনহাটায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার আবেদন জানান।

    IPL আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে , গোড়ালির চোটের কারণে এই ক্রিকেটারকে পাবে না কোহলিরা।

    কোচবিহার জেলার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পৌঁছলেতাঁকে কালো পতাকা দেখান বলে অভিযোগ। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ, এই ঘটনার প্রেক্ষিতে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ‌এবং বিজেপির কর্মী-সমর্থকরা। ঢিল ছুড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় এবং গুলি–বোমা চলার অভিযোগ ওঠে।

     

    অন্যদিকে এই হামলার ঘটনা তৃনমূল বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি। আর পাল্টা মন্ত্রী উদয়ন গুহের দাবি, নিশীথ প্রামাণিক সমাজবিরোধীদের দিয়ে এলাকা দখল করতে চেয়েছিলেন। আর তার জেরেই এই অশান্তির সৃষ্টি হয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির কর্মী–সমর্থকরাই এই হামলার পিছনে রয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে যখন রাজ্য–রাজনীতি সরগরম তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তদন্তের নির্দেশ

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments