More
    Homeখবরকেশপুরে ক্রিকেট প্রেমীদের আইপিএল ম্যাচ দর্শন।

    কেশপুরে ক্রিকেট প্রেমীদের আইপিএল ম্যাচ দর্শন।

    Today Kolkata:- ঘড়ির কাঁটায় বিকেল চারটা মানে বন্ধুবান্ধবদের নিয়ে ক্রিকেট আড্ডা জমে ওঠে আইপিএল ম্যাচ! কেশপুরে এভাবেই চলে দিনের-পর-দিন আইপিএল ম্যাচের সাপোর্টারদের খেলা দেখা। সাইবার ক্যাফে বসেই চলে তার বন্ধু-বান্ধবদের নিয়ে আইপিএল ম্যাচ দর্শন। শনিবার হঠাৎই মুম্বাই এবং রাজস্থান ম্যাচ চলাকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হয়ে যাওয়ায় বিষণ্ণ বোধ করছেন মুম্বাইয়ের সাপোর্টাররা।প্রিয় দলের অধিনায়ক আউট হয়ে যাওয়ায়, হতাশ হয়ে পড়েছেন কেশপুরের মুম্বাই ইন্ডিয়ান্স এর সমর্থকরা। তবু ম্যাচ দেখতে ভলেন নি প্রিয় ক্রিকেটপ্রেমী কেশপুরের ক্রিকেটারা।

    কেশপুরে ক্রিকেট প্রেমীদের আইপিএল ম্যাচ দর্শন।

    MORE NEWS – আত্মগোপন করেছেন পুতিন? সরকারি ভাবে রাশিয়া না জানালেও দাবি বাইডেনের।

    Today Kolkata:- আত্মগোপন করেছেন পুতিন? সরকারি ভাবে রাশিয়া না জানালেও দাবি বাইডেনের। মেডিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন প্রেসিডেন্ট আত্মগোপন করেছেন। তার কয়েকজন বিশ্বস্ত অনুগামীকে নিয়ে গোপন করেছেন তিনি। আমোরিকার প্রেসিডেন্ট আরো দাবি করেন পুতিনের কয়েকজন অনুগামীকে পনবন্দি করেছেন। তবে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে কিভ থেকে সেনা কিছুটা সরানো হলেও তাদের অভিসন্ধি ভালো নয়। বরং ডনবাসে সেনা প্রতিদিনই বৃদ্ধি করছে রাশিয়া। এখানে আক্রমণের ঝাঁজর অত্যন্ত ভয়ঙ্কর বলে দাবি আমেরিকার। বিশ্বের সুপার পাওয়ার দেশটি মনে করে রাশিয়া এই যুদ্ধে সফল হবে না। CONTINUE READING

    MORE NEWS – বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুত ট্রেন চালাতে চান সাংসদ সুকান্ত মজুমদার।

    Today Kolkata:- বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুত ট্রেন চালাতে চান সাংসদ সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে এবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন বালুরঘাটের সাংসদ। কেন ট্রেনটি প্রয়োজন তার বিস্তারিত বিবরণ বোর্ডের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। বালুরঘাট থেকে হাওড়া গামী একটি ট্রেন নবদ্বীপ ধামে যায়। বালুরঘাট স্টেশন থেকে রাত নটায় ছারে। হাওড়া গামী ট্রেনটি নবদ্বীপ ধামে থামে ভোড় চারটে। যারফলে দক্ষিণদিনাজপুর, উত্তরদিনাজপুর ও মালদার তীর্থ যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জন্য এইরটে একটি আলাদা ট্রেন প্রয়োজন বলে দাবি করেন সাংসদ সুকান্ত মজুমদার। সেইজন্য রেলবোর্ডের কাছে লিখিত ভাবে প্রপোজাল দেওয়া হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, বালুরঘাটের রেল যোগাযোগে আরও বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কথা হয়েছে দুজনের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments