More
    Homeখবরবালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুত ট্রেন চালাতে চান সাংসদ সুকান্ত মজুমদার।

    বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুত ট্রেন চালাতে চান সাংসদ সুকান্ত মজুমদার।

    Today Kolkata:- বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুত ট্রেন চালাতে চান সাংসদ সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে এবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন বালুরঘাটের সাংসদ। কেন ট্রেনটি প্রয়োজন তার বিস্তারিত বিবরণ বোর্ডের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। বালুরঘাট থেকে হাওড়া গামী একটি ট্রেন নবদ্বীপ ধামে যায়। বালুরঘাট স্টেশন থেকে রাত নটায় ছারে। হাওড়া গামী ট্রেনটি নবদ্বীপ ধামে থামে ভোড় চারটে। যারফলে দক্ষিণদিনাজপুর, উত্তরদিনাজপুর ও মালদার তীর্থ যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জন্য এইরটে একটি আলাদা ট্রেন প্রয়োজন বলে দাবি করেন সাংসদ সুকান্ত মজুমদার। সেইজন্য রেলবোর্ডের কাছে লিখিত ভাবে প্রপোজাল দেওয়া হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, বালুরঘাটের রেল যোগাযোগে আরও বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কথা হয়েছে দুজনের। স্বভাবতই এই ট্রেনটি চালু হলে আাগামী লোকসভা ভোটের আগে উন্নয়ন নিয়ে বিজেপির চিন্তাভাবনা মানুষের কাছে পজেটিভ থাকবে৷

    বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুত ট্রেন চালাতে চান সাংসদ সুকান্ত মজুমদার।

    MORE NEWS – এলাকায় নেই পানীয় জল,উধাও খড়গপুর 33 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরণ।

    Today Kolkata:- জলের অপর নাম জীবন।কিন্তুসেই জল থেকে বঞ্চিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার 33 নং ওয়ার্ডের দীনেশনগর এলাকার মানুষ বলে অভিযোগ।এলাকায় কল থাকলেও নেই জল। তারপরই বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। অভিযোগ, কাউন্সিলর হওয়ার পর থেকে এক বারও এলাকায় মুখ দেখাননি বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়। পানিও জল বিভ্রাট নিয়ে বহুবার অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি এলাকার কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়। অভিযোগ যার ফলে ভরদুপুরে প্রায় 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে এলাকার মানুষদেরকে। পৌরসভা ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পূরণ হয়নি তার কোনটাই। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সবই বিপর্যস্ত হয়ে পড়েছে। CONTINUE READING

    আত্মনির্ভরশীল করতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে মাইনোরিটি লোন অনুমোদন পত্র তুলে দিলেন।

    শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইস্কন ভক্ত বৃন্দের দারা পরিচালিত) দক্ষিণ ঝাপরদাহ, ডোমজুর, হাওড়াতে এখন সাজো সাজো রব।

    টলি অভিনেত্রী পায়েল সরকারের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments