More
    Homeখবরগাফিলতির সুযোগ নিতে পারে সাম্প্রদায়িক শক্তি, বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে উদ্বেগ...

    গাফিলতির সুযোগ নিতে পারে সাম্প্রদায়িক শক্তি, বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ বিশিষ্টজনদের।

    Today Kolkata:- রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ও প্রয়োজনীয় পদক্ষেপের আরজি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিশিষ্টজনেরা। চিঠিতে বগটুই কাণ্ড থেকে শুরু করে আনিস খানের মৃত্যু,, তুহিনা খাতুনের আত্মহত‌্যা, ঝালদা ও পানিহাটিতে কাউন্সিলর খুন ইত‌্যাদি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যের ভিতরে ভুল ত্রুটি গুলি শোধরানো প্রয়োজন আছে, তা না হলে সাম্প্রদায়িক বিভেদকামী রাজনীতি আমাদের অভ্যন্তরীণ গাফিলতির সুবিধার সুযোগ নিতে চেষ্টা করবে, লেখা হয়েছে ওই চিঠিতে। বগটুই প্রসঙ্গে অবশ‌্য মুখ‌্যমন্ত্রীর ভূমিকার ভুয়সী প্রশংসা করে চিঠিতে একথাও লেখা হয়েছে, ঘটনার পরবর্তীতে আপনার তত্ত্বাবধানে প্রশাসন, অনুসন্ধান এবং ক্ষতিপূরণ দানে তৎপর হয়েছে। আপনার এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগত জানাই। চিঠিতে বিশিষ্টজনেরা আরও লিখেছেন, এই চিঠিতে স্বাক্ষরকারীদের কোনও ক্ষুদ্র দলীয় বা রাজনৈতিক স্বার্থ নেই।

    ভারতের অধিকাংশ প্রান্তে এই মুহূর্তে গরিষ্ঠতাবাদী বিভাজন সৃষ্টিকারী রাজনীতির আস্ফালন চলছে। ২০২১-এর সেই রাজনীতি আমাদের বাংলাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়ে সর্বশক্তি প্রয়োগ করেছিল। দলমত নির্বিশেষে আমরা মনে করি আপনার জন‌্যই তা হতে পারেনি। আপনার এই সংগ্রামকে আমরা সম্মান করি এবং ভারতবর্ষে অতি-দক্ষিণপন্থী রাজনীতির অন‌্যতম প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার জন‌্য আপনাকে ধন‌্যবাদ ও অভিনন্দন জানাই। চিঠিতে মোট ২২ জন বিশিষ্ট ব‌্যক্তি স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ‌্যায়, অশোক মুখোপাধ‌্যায়,, অপর্ণা সেন, কৌশিক সেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ‌্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, অনিন্দ‌্য চট্টোপাধ‌্যায়, ঋদ্ধি সেন, সোহিনী সরকার, সুজন নীল মুখোপাধ‌্যায়, ঋতব্রত মুখোপাধ‌্যায়, রেশমি সেন, দেবলীনা দত্ত, গৌরব চক্রবর্তীর মতো তারকা।

    গাফিলতির সুযোগ নিতে পারে সাম্প্রদায়িক শক্তি, বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ বিশিষ্টজনদের।

    MORE NEWS – কেশপুরে ক্রিকেট প্রেমীদের আইপিএল ম্যাচ দর্শন।

    Today Kolkata:- ঘড়ির কাঁটায় বিকেল চারটা মানে বন্ধুবান্ধবদের নিয়ে ক্রিকেট আড্ডা জমে ওঠে আইপিএল ম্যাচ! কেশপুরে এভাবেই চলে দিনের-পর-দিন আইপিএল ম্যাচের সাপোর্টারদের খেলা দেখা। সাইবার ক্যাফে বসেই চলে তার বন্ধু-বান্ধবদের নিয়ে আইপিএল ম্যাচ দর্শন। শনিবার হঠাৎই মুম্বাই এবং রাজস্থান ম্যাচ চলাকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হয়ে যাওয়ায় বিষণ্ণ বোধ করছেন মুম্বাইয়ের সাপোর্টাররা।প্রিয় দলের অধিনায়ক আউট হয়ে যাওয়ায়, হতাশ হয়ে পড়েছেন কেশপুরের মুম্বাই ইন্ডিয়ান্স এর সমর্থকরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments