More
    Homeখবরউস্থিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু।

    উস্থিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু।

    Today Kolkata:- ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা উস্থি থানার কেয়াকনা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দুই শিশুকে ছেড়ে দেয়া হয়। স্থানীয় সূত্রে খবর, শনিবার বাড়ির কাছ থেকে বল ভেবে একটি তাজা বোমা কে নিয়ে আসে এক শিশু। বাড়ির উঠানের সামনে বল ভেবে বোমা নিয়ে এসেছিল দুই শিশু। হঠাৎই বোমা ফেটে যায়। বোমার আঘাতে গুরুতর জখম হয় দুই শিশু। বিকট শব্দে বাড়ি থেকে ছুটে আসে শিশুর বাবা-মা ও স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশু দুটিকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজন শিশুর মধ্যে একজনের আঘাত গুরুতর। ইতিমধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে উস্থি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে তাজা বোমা ? তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। উস্থিতে বল,উস্থিতে বল

    উস্থিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু।

    MORE NEWS – এলাকায় নেই পানীয় জল,উধাও খড়গপুর 33 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরণ।

    Today Kolkata:- জলের অপর নাম জীবন।কিন্তুসেই জল থেকে বঞ্চিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার 33 নং ওয়ার্ডের দীনেশনগর এলাকার মানুষ বলে অভিযোগ।এলাকায় কল থাকলেও নেই জল। তারপরই বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। অভিযোগ, কাউন্সিলর হওয়ার পর থেকে এক বারও এলাকায় মুখ দেখাননি বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়। পানিও জল বিভ্রাট নিয়ে বহুবার অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি এলাকার কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়। অভিযোগ যার ফলে ভরদুপুরে প্রায় 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে এলাকার মানুষদেরকে। পৌরসভা ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পূরণ হয়নি তার কোনটাই। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সবই বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষজন ভোট দিয়েছিলেন কিন্তু ভোটের পরে উধাও বিজেপি কাউন্সিলর তথা খড়গপুর বিধানসভার বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। CONTINUE READING

    রাজস্ব আদায়ে গতি ও স্বচ্ছতা আনতে ১ এপ্রিল থেকে দিঘার হোটেলগুলিতে বাধ্যতামূলক অনলাইন ডেটাবেস সিস্টেম।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments