More
    Homeখবরগোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।

    গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।

    মালদাঃ- গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বড় মাপের কচ্ছপ এবং ১৪ টি ছোট কচ্ছপ। যদিও সুযোগ বুঝেই একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলে একজন ধরা পরে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ এবং ধৃত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে জেলা বনদপ্তরে।বনদপ্তর সূত্রে জানা গেছে এর আগেও ওই ব্যক্তিকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ডিএফও সিদ্ধার্থ বি জানান, গোপন সূত্র মারফত তারা খবর পান গাজোলের নয়া পাড়া এলাকায় বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি কচ্ছপের মাংস বিক্রি করছেন। এই খবর পাওয়ার পর ফাঁদ পাতে বনদপ্তর। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে।

    এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বনদপ্তরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ বনকর্মীরা। এরপর হাতেনাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে। যদিও সুযোগ বুঝে অপর একজন পালিয়ে যায়। উদ্ধার করা হয় পাঁচটি বড় (১২ থেকে ১৫ কেজি ওজনের) কচ্ছপ এবং ১৪ টি ছোট (১ থেকে ২ কেজি ওজনের) কচ্ছপ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছে। মূলত উত্তর প্রদেশ থেকে এই কচ্ছপগুলি তার কাছে আসে। এগুলি হচ্ছে গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির।

    গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।

    MORE NEWS – ডাক বিভাগের কর্মীদের হুমকি দেওয়া সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক।

    Today Kolkata:- ইমারতী দ্রব্যের ব্যবসায়ীর থেকে তোলা চাওয়া, পোস্ট মাস্টার সহ ডাক বিভাগের কর্মীদের হুমকি দেওয়া সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম সৌরভ মন্ডল। সে নিজেকে এলাকায় বিজেপি কর্মী বলেও পরিচয় দিত। এলাকায় তোলাবাজ হিসেবেই পরিচিত। বালি থানার পুলিস বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হুমকি দেওয়া, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ ভারতীয় দন্ডবিধির একগুচ্ছ ধারায় মামলা রুজু করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে এক প্রমোটারের কাছ থেকে কাছ থেকে টাকা দাবি করেছিল সৌরভ। CONTINUE READING

    আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments