More
    Homeখবরআগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    মালদা: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল। জানা গেছে ধৃত যুবকের নাম রাহুল শেখ। বয়স ২৬। বাড়ি মালদা শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পল্লী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌড় কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল। তার আগেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে।

    আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    MORE NEWS – ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে নিয়ে চলাচলের রাস্তা সমস্যায় এলাকাবাসী।

    মালদাঃ- ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে নিয়ে চলাচলের রাস্তা সমস্যায় এলাকাবাসী, মালদা নালাগোলা রাজ্য সরকারকের আইহো ব্রিজ এক অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার। এই ব্রিজে উপর দিয়ে দৈনিক বাস সহ ছোট বড় যানবাহন নিয়ে প্রায় দুই তিনশো গাড়ি সারাদিনে চলাচল করে এর মাধ্যমে রয়েছে আইহো ব্রিজে ভুমিকা বড় দৈনিক বাজার, স্কুল জন্য চলাচল করে বিভিন্ন জায়গায় মানুষ। প্রতিদিন স্কুল সহ বাজার বিভিন্ন কাজে আসতে হয় সাধারণ মানুষকে তার মধ্যে দেখা গিয়েছে ২০ থেকে ২৫ দিন ধরে পরে রয়েছে আইহো ব্রিজের ওপর পরে রয়েছে এদিক সেদিক হয়ে ব্রিজের ওপরের কেটে ফেলা অংশ। ব্রিজের ব্যারিকেড করে রাখা হয়েছি সেই ব্যারিকেড গুলি ব্রিজের ওজন কমাতে কেটে ফেলা হয় বলে জানা গিয়েছে। CONTINUE READING

    MORE NEWS – অসাধারণ কাম ব্যাক করলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।

    Today Kolkata:- অসাধারণ কাম ব্যাক করলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। দুর্ধস্য খেলে প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে 14-21, 21-16, 21-18 গেমে হারিয়ে দিলেন লক্ষ্য। প্রথম গেমে হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলেন লক্ষ্য। কেননা লক্ষ্য নিজে বিশ্বের 9 নম্বর শাটলার, অথচ প্রতিপক্ষ স্থানীয় ছেলেটি বিশ্ব তালিকা অনুযায়ী 498 নম্বর খেলোয়াড়। প্রথম গেমে 14-14 স্কোরে টাই হয়। এরপর প্রতিপক্ষ চয় জি হুন পর পর 7টি পয়েন্ট নিয়ে গেম পকেটস্থ করে নেয়। পরের দুই গেমে অবশ্য নিজের স্বাভাবিক খেলার ছন্দে ফিরতে দেখা যায় লক্ষ্য সেনকে। পর পর দুটি গেম অনায়াসে জিতে নেন তিনি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments