More
    Homeঅনান্যচাঁদপুর অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি হাড়িয়ানদীর উপর পাকা স্থায়ী সেতুর।

    চাঁদপুর অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি হাড়িয়ানদীর উপর পাকা স্থায়ী সেতুর।

    মালদাঃ- সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের হাঁসপুকুরের হাড়িয়ানদীর উপর পাকা স্থায়ী সেতুর।ভোট আসে ভোট যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আস্বাস সেতু হবে। কিন্তু হাঁস পুকুরে সাধারণ মানুষের আস্বাস শুধু ভরসা। বিভিন্ন সরকারি অফিসে, নেতা মন্ত্রীদের,জানিও কোন লাভ হয়নি। তাই ঐ এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ঐ হাড়িয়ানদীর উপর পাকা স্থায়ী সেতু। তাই বুধবার বিকেলে মালদা জেলার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের হাঁসপুকুরের হাড়িয়ানদী পরিদর্শন করলেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া মহাশয়। তিনি বামনগোলার হাড়িয়ানদী পরিদর্শন করেন ও সাধারণ মানুষদের সব রকমের আশ্বাস দেন। এদিনের এই কর্মসূচিতে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন এডিম,সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।‌‌

    চাঁদপুর অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি হাড়িয়ানদীর উপর পাকা স্থায়ী সেতুর।

    বিন্নাগুড়ি অঞ্চল এলাকার বাসিন্দা শংকর ভট্টাচার্য, হেঁটে রওনা দিলেন একুশে জুলাই এর উদ্দেশ্যে।

    MORE NEWS – পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে।

    ডুয়ার্স, জঙ্গল ,কিংবা পাহাড় এর পর্যটন গুলিতে হোমস্টে (Homestay) ইতিমধ্যে পর্যটকদের আকর্ষণ কেড়েছে। গত কয়েক বছরে পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে। পর্যটন গুলি কেন্দ্রের কর্মসংস্থান ও উন্নতি হয়েছে। তবে পাহাড় জঙ্গল ডুয়ার্স কেন এবারে কর্মসংস্থানের লক্ষ্যে মালদার পর্যটন এলাকাতেও হোমস্টে করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় প্রশাসনের কাছে ইতিমধ্যে হোমস্টে গড়াতে চেয়ে প্রায় ১০০ জন আবেদন জমা করেছে। সেসব আবেদনগুলি যাচাই করা দেখা হচ্ছে। যে সমস্ত উদ্যোগীরা হোমস্টে করতে চেয়ে আবেদন করেছেন তাদের সরকারের তরফ থেকে আর্থিক অনুদানও দেওয়া হবে। তবে গাইডলাইন অনুযায়ী হোমস্টে হবে যেখানে পর্যটকদের জন্য পৃথক অত্যন্ত ১২০ বর্গ ফিটের ঘড় এবং সঙ্গে লাগুয়া শৌচাগার থাকতে হবে। CONTINUE READING

    MORE NEWS – বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়।

    বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়। বোমার আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ব্যক্তির নাম আতাউর সেখ বয়স(৫৩)বছর। পেশায় একজন টোটো চালক। পরিবারই রয়েছে স্ত্রী রফিলা বিবি তিন মেয়ে ও পাঁচ ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল এলাকায় সন্ধ্যা থেকেই ঈদ উপলক্ষে প্রতিযোগিতামূলক খেলা চলছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments