More
    Homeঅনান্যবোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়।

    বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়।

    মালদা:- বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়। বোমার আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ব্যক্তির নাম আতাউর সেখ বয়স(৫৩)বছর। পেশায় একজন টোটো চালক। পরিবারই রয়েছে স্ত্রী রফিলা বিবি তিন মেয়ে ও পাঁচ ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল এলাকায় সন্ধ্যা থেকেই ঈদ উপলক্ষে প্রতিযোগিতামূলক খেলা চলছিল। সেই খেলাকে কেন্দ্র করেই আতিউর সেখের ভাইপো সেরাজ সেখ কে মারধর করার অভিযোগ উঠে অভিযুক্ত সুলতান শেখ কালু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই গন্ডগোল কে কেন্দ্র করেই এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির সময় আতিউর শেখ নিজের বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন।

    বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। পরিবারের দাবি সময় এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ টি বোমা ফাটানো হয় সেই গন্ডগোল কে কেন্দ্র করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে গতকাল রাতেই দুইজনকে কালিয়াচক থানার পুলিশ আটক করে। ঘটনার পর থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় অভিযুক্তদের বাড়ি থেকে ব্যাপক আকারে বোম উদ্ধার করেছে পুলিশ।

    বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়।

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ভাঙা সেতু সারানো হয়নি, ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার।

    Vingol Gram Panchayet স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ।

    MORE NEWS – ২১ জুলাইকে সামনে রেখে ব্লক২ যুব কংগ্রেসের উদ্যোগে আপু গার্ডেনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে ব্লক২ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি মাহবুবার রহমান গায়েন এর উদ্যোগে এবং মাথুর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের ব্যাবস্থাপনায় আপু গার্ডেনে একটি মহতী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃনমূল যুব কংগ্রেসের সদস্য কবিরুল ইসলাম শেখ,জেলা পরিষদ সদস্যা ডলি কয়াল,অঞ্চল প্রধান বিজয়া পাইক,মাথুর অঞ্চলের প্রাক্তন প্রধান হবিবর রহমান বেগ,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া সহ মাথুর অঞ্চলের সকল সদস্য ও সদস্যা আরও অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে সকল দলীয় কর্মী সমর্থক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments