More
    Homeখবরকৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    Today Kolkata:- কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ী সংলগ্ন এলাকা থেকে এক মহা মিছিলের ডাক দেয় বিজেপি। এদিনের মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বিধানসভার প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ কৃষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার সহ বিষ্ণুপুরের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার পার্থসারথি চট্টোপাধ্যায় সহ জেলার অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকরা। মিছিলটি কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকা থেকে বের হয়ে শহরের অভ্যন্তরে প্রদক্ষিণ করার পর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক জনসভায় যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত একহাত নিলেন শুভেন্দু অধিকারী।

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    Sodpur shatadal pally রেললাইনের পাশে জঙ্গল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

    এলাকার বাসিন্দাদের স্বার্থে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ির আরবিন্দ নগর জনকল্যান সমিতি।

    মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ট্রেন লাইন কাজ শুরুর উদ্যোগ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

    বামফ্রন্ট ১০০ বছর পিছিয়ে দিয়েছে, আর এই সরকার একটা প্রজন্মকে পিছিয়ে দিলো, বুধবার বারাসতে এসে মন্তব্য অগ্নিমিত্রা পাল।

    MORE NEWS – পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে।

    ডুয়ার্স, জঙ্গল ,কিংবা পাহাড় এর পর্যটন গুলিতে হোমস্টে (Homestay) ইতিমধ্যে পর্যটকদের আকর্ষণ কেড়েছে। গত কয়েক বছরে পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে। পর্যটন গুলি কেন্দ্রের কর্মসংস্থান ও উন্নতি হয়েছে। তবে পাহাড় জঙ্গল ডুয়ার্স কেন এবারে কর্মসংস্থানের লক্ষ্যে মালদার পর্যটন এলাকাতেও হোমস্টে করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় প্রশাসনের কাছে ইতিমধ্যে হোমস্টে গড়াতে চেয়ে প্রায় ১০০ জন আবেদন জমা করেছে। সেসব আবেদনগুলি যাচাই করা দেখা হচ্ছে। যে সমস্ত উদ্যোগীরা হোমস্টে করতে চেয়ে আবেদন করেছেন তাদের সরকারের তরফ থেকে আর্থিক অনুদানও দেওয়া হবে। তবে গাইডলাইন অনুযায়ী হোমস্টে হবে যেখানে পর্যটকদের জন্য পৃথক অত্যন্ত ১২০ বর্গ ফিটের ঘড় এবং সঙ্গে লাগুয়া শৌচাগার থাকতে হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments