More
    Homeখবর“চাকরিপ্রার্থীদের টাকা পর্ষদে যেত , তবে মানিক বাবু পেতেন কিনা জানা নেই...

    “চাকরিপ্রার্থীদের টাকা পর্ষদে যেত , তবে মানিক বাবু পেতেন কিনা জানা নেই ” – সুরবদল তাপস মণ্ডলের।

    Today Kolkata : প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছিলেন তাপস মণ্ডল। বিএড, ডিএলএডে অফলাইন ভরতির টাকা মানিক পেতেন বলেই জানিয়েছিলেন তিনি। তবে মাত্র ২৪ ঘণ্টার ভিতরেই সুরবদল। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে তাঁর দাবি , টাকা পর্ষদে যেত। মানিক ভট্টাচার্য নিতেন কিনা , তা তিনি বলতে পারবেন না। কেন নিজের বয়ান বদল করলেন মানিক ‘ঘনিষ্ঠ’, তা নিয়ে উঠছে প্রশ্ন।

    বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকরা কার্যত ঘিরে ধরেন তাঁকে। তাপস মণ্ডল বলেন, “কাল যা হিসাব দেওয়ার দিয়েছি। এই টাকা সরাসরি বোর্ডে যেত। গতকাল আমি নিজে সময় দিয়েছিলাম। বলেছিলাম আজ আসব। এসেছি। আমার চুক্তি হয়েছিল ছাত্র প্রতি ৫০০ টাকা নেওয়া হবে। কে নিয়ম ভেঙেছে সেটা আমি বলতে পারব না। মানিকবাবু টাকা নিয়েছেন কি অন্য কেউ টাকা নিয়েছেন, সেটা বলতে পারব না। যে টাকা উঠেছে তা বোর্ডে পাঠাতাম।”

    তাপস মণ্ডল বুধবার ইডি দপ্তরে ঢোকার আগে জানিয়েছিলেন, “অফলাইনে ভরতির জন্য টাকা তো দিতেই হত। ছাত্র পিছু ৫ হাজার টাকা। উনি অফিসে লোক পাঠাতেন। ফাইল যেত। টাকা যেত।” তখন ফের প্রশ্ন করা হয় , “কে লোক পাঠাতেন?” তাপস মণ্ডলের জবাব, “মানিকবাবু।” পরের প্রশ্ন, “তাহলে কি মানিক বাবুই টাকা নিতেন?” জবাব আসে, “মানিকবাবু যখন লোক পাঠাতেন, তাহলে উনিই টাকা নিতেন।” জবাব দিতে দিতে ততক্ষণে লিফটের ভিতর ঢুকে গিয়েছেন তাপস মণ্ডল।

    “চাকরিপ্রার্থীদের টাকা পর্ষদে যেত , তবে মানিক বাবু পেতেন কিনা জানা নেই ” – সুরবদল তাপস মণ্ডলের।

    MORE NEWS – দলীয় মিছিলে গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান , গুরুতর জখম ইমরান ভর্তি হাসপাতালে।

    দলীয় মিছিলে গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান , গুরুতর জখম ইমরান ভর্তি হাসপাতালে। শুধু প্রাক্তন পাক প্রধানমন্ত্রীই নন, জখম হয়েছেন তাঁর দলের অন্তত ১৫ জন। ইতিমধ্যে নভেদ বশির নামে বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই হামলা তাও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের ‘রিয়েল ফ্রিডম’ মিছিল চলছিল। হুড খোলা গাড়িতে ছিলেন দলের নেতা ইমরান। ওয়াজিরাবাদের জাফর আলি চকের কাছে  আচমকাই গুলি চলে। সূত্রের খবর, পিটিআই প্রধানের গাড়ির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments