More
    Homeখবরছাতিনাকান্দিতে পদযাত্রা করলেন বিধায়ক অপূর্ব সরকার

    ছাতিনাকান্দিতে পদযাত্রা করলেন বিধায়ক অপূর্ব সরকার

    Today Kolkata :- ছাতিনাকান্দিতে পদযাত্রা করলেন বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার 6,14 এবং 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে । মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 6,14 এবং 18 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে বুধবার কান্দি শহরের ছাতিনাকান্দি এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করলেন এলাকার বিধায়ক অপূর্ব সরকার। এদিন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দির ছাতিনাকান্দি দীঘিরপাড় থেকে শুরু করে কান্দি বাস স্ট্যান্ড হয়ে ছাতনাকান্দি আদিরাপাড়া শালতলা পর্যন্ত কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষ, কান্দি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা মল্লিক ও কান্দি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাননবালা ঘোষের সমর্থনে পদযাত্রা করেন। এদিন বিধায়ক অপূর্ব সরকার তার পদযাত্রার মাধ্যমে ছাতিনাকান্দি এলাকায় ঝড় তুললেন এবং ছাতিনাকান্দির সাধারণ মানুষ অপূর্ব সরকারকে পুষ্পবৃষ্টি করে এবং মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন।

    অন্যদিকে বিধায়ক অপূর্ব সরকার সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন এবং দুর্নীতিমুক্ত শান্ত কান্দি পৌরসভা গড়তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করানোর জন্য ছাতিনাকান্দির সাধারণ মানুষের কাছে আহ্বান জানালেন অন্যদিকে তৃণমূল আমলে কান্দি পৌরসভার উন্নয়নের খতিয়ানকে তুলে ধরবার জন্য ছাতিনাকান্দির সাধারণ মানুষের কাছে কান্দি পৌরসভার রিপোর্ট পেশ বিতরণ করলেন বিধায়ক অপূর্ব সরকার। ছাতিনাকান্দিতে বিধায়ক অপূর্ব সরকারের পদযাত্রা কে কেন্দ্র করে ছাতিনাকান্দি এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

    ছাতিনাকান্দিতে পদযাত্রা করলেন বিধায়ক অপূর্ব সরকার

    MORE NEWS – আনিস খুনে দোষীদের শাস্তির দাবিতে কোনা এক্সপ্রেস ওয়ে অবরোধ বামপন্থী গণসংগঠন গুলির

    নিজেস্ব প্রতিনিধি হাওড়া :- গত শুক্রবার দিন গ্রামীণ হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ার বাসিন্দা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খাঁনকে বাড়ির ছাদ থেকে ফেলে খুন করার অভিযোগ ওঠে পুলিশবেশিদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর কেটে গেছে চার দিন। কিন্তু এঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে আনিস কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছে আমতা থানার তিন পুলিশ কর্মীকে। আর এঘটনায় যুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উত্তাল সারা রাজ্য। আনিসের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments