More
    Homeখবরফের বোমাবাজিতে অগ্নিগর্ভ জলঙ্গি

    ফের বোমাবাজিতে অগ্নিগর্ভ জলঙ্গি

    Today Kolkata :- ফের-বোমাবাজিতে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা জলঙ্গী থানার খয়রামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভায় পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বিচোসাকে কেন্দ্র করে বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলঙ্গীর খয়রামারি এলাকা। প্রসঙ্গত বুধবারের দিন দুফুর 2 টো নাগাদ জলঙ্গি থানা খয়রামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়েছিল।  উক্ত সভায় তৃণমূল কংগ্রেসের এলাকার অঞ্চল সভাপতি নাসিরউদ্দীন বিশ্বাসের সঙ্গে খয়রামারি পঞ্চায়েতের প্রধান হাসিনা বানুর বাকবিতন্ডা তৈরি হয় কোন কারণবশত আর সেই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসের সামনে পরপর দুটি তাজা বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ খয়রামারি পঞ্চায়েত প্রধান হাসিনা বানুর এলাকার অঞ্চল সভাপতি নাসির উদ্দীন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে, বোমাবাজির ঘটনার পর খয়রামারি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে অপহরণের অভিযোগ ওঠে খয়রামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে ।ফের-বোমাবাজিতে

    যদিও ডোমকল মহাকুমা পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অপহৃত পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে খুঁজে পাওয়া যায় বলে জানা গিয়েছে তবে পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ ডোমকল মহাকুমা পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য ঘটনাস্থলে বর্তমানে ডোমকল মহাকুমা পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এলাকায়, তবে বোমাবাজির ঘটনা চাপা উত্তেজনা গোটা খয়রামারি এলাকাজুড়ে। ফের-বোমাবাজিতে

    ফের বোমাবাজিতে অগ্নিগর্ভ জলঙ্গি

    MORE NEWS – এস এস সি নিয়োগে দুর্নীতি

    Today Kolkata :- এস এস সি তে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে এবং এস এল এস টি তে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে আজ আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। এস এস সি চেয়ারম্যানকে ডেপুটেশনও দেওয়া হয়। এই বিক্ষোভ সভায় সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, “গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে এস এল এস টি তে শিক্ষক নিয়োগ বাতিল করলো। এই ঘটনা প্রমাণ করলো যে এস এল এস টি-তেও মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হয়নি। ssc তে গ্রুপ সি, গ্রুপ ডি’র মত এস এল এস টি র ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments