More
    Homeঅনান্যজেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল ভারত যাকাত মাঝি...

    জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল ভারত যাকাত মাঝি পরগনা মহল।

    পশ্চিম মেদিনীপুর:- অবৈধ ST সার্টিফিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা,অলচিকি লিপিতে শিক্ষা ব্যবস্থা চালু করা, আদিবাসীদের বন অধিকার আইন লাগু করা সহ একাধিক দাবি দাবা নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল ভারত জাকাত মাঝি পরগনা মহল, এই দিন দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন, তবে আগামী দিনে তাদের এই দাবিগুলি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। তবেই বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

    জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল ভারত যাকাত মাঝি পরগনা মহল।

    MORE NEWS – পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাবিদ্যালয় যাওয়ার জন্য পড়ুয়াদের বাস পরিষেবা আর দেওয়া হবে না।

    বাস দুর্ঘটনার পর পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাবিদ্যালয় যাওয়ার জন্য পড়ুয়াদের বাস পরিষেবা আর দেওয়া হবে না। আর এই নিয়েই ক্ষুব্ধ অভিভাবকরা । বাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম এর অফিসে বাস চালু করার দাবিতে আর্জি জানালো অভিভাবকরা। তাদের দাবি পড়ুয়াদের স্কুল নিয়ে যাওয়ার জন্য বাস চালু না করা হলে পড়ুয়াদের স্কুল যেতে অসুবিধা হবে। এদিকে পড়ুয়াদের দ্রুত ইস্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করা হলে আন্দোলনে হুমকি দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর গৌতম দাসও। যদিও ক্ষুব্ধ ওই অভিভাবকরা বাসের দাবিতে ডিআরএম অফিসে আরজি জানালেও কোন লাভ হয়নি। রেলকর্তারা তাদের কোন কথাই শুনতে রাজি নন। গত শনিবার দুর্ঘটনার মুখে পড়েছিল মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া বোঝায় বাস। CONTINUE READING

    MORE NEWS – ভক্তি শ্রদ্ধায় মেতে উঠতে গ্রামবাসীকে মন্দির গড়ে দিলেন সেন পরিবার।

    ইচ্ছে ছিল দীর্ঘদিনের একটা মন্দিরের। ছোট্টো গ্রামেরই মাঝে সেরকম ভাবে ছিল না পূর্জা আর্চনার সুপ্রতিষ্ঠিত স্থায়ি স্থান। দেবদেবিদের আরাধনার জন্য দূরে পাড়ি দিতে হত অনেককেই। অবশেষে গ্রামবাসির ইচ্ছের দেবী মনসার প্রতি ভক্তি শ্রদ্ধা মান্যতা দিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হতে বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন অঞ্চলের আমপাহাড়ি গ্রামের দেবী মনসা ও মহেশ্বরের মন্দির। রাঢ বাঁকুড়া অতি পরিচিত এক লৌকিক দেবী মা মনসা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments