More
    Homeজাতীয়টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

    টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

    অবশেষে টোকিও অলিনম্পিকে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ পদক। কুস্তিতে ব্রোঞ্জ মেডেল জিতলেন বজরং পুনিয়া। কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে হারালেন ৮-০ ব্যবধানে।

    টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

    Read More- কলকাতার হরিদেবপুর থেকে গ্রেফতার জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা

    টোকিও অলিম্পিকে কুস্তিতে ভারতের বজরং পুনিয়াকে পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হয়েছিল। দেশবাসীর সেই স্বপ্নপূরণ করলেন ভারতীয় কুস্তিগীর। ব্রোঞ্জ মেডেল জয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে হারালেন বজরং পুনিয়া। প্রথম রাউন্ড থেকেই এদিন জয়ের জন্য বদ্ধপরিকর ছিলেন বজরং। প্রথম পিরিয়ডে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে সংগ্রহ করেন আরও ৬ পয়েন্ট। ৮-০ ব্যবধানে বাউট জিতে দেশকে ষষ্ঠ পদক এনে দিলেন বজরং পুনিয়া।

    বজরং পুনিয়া প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছেন। ২০১৮ সালে জিতেছিলেন রুপো। ২০১৩ এবং ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৩ সালে ৬০ কেজি বিভাগে নেমেছিলেন।

    ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ এবং ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন বজরং। ২০২১ সাল এবং ২০২০ সালে দ্বিতীয় হয়েছিলেন। ২০১৮ সালে পেয়েছিলেন ব্রোঞ্জ।২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৬৫ কেজি বিভাগের র‍্যাঙ্কিং সিরিজে প্রথম হয়েছেন বজরং।২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন বজরং।২০১৯ সালে রাজীব খেলরত্ন পুরস্কার পেয়েছেন বজরং। অলিম্পিক্সের আগে মার্চে এক নম্বর হয়েছিলেন বজরং।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments