More
    Homeখবরড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা ।

    ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা ।

    Today Kolkata :- চিরাচরিত ধান গম, পাট,  আলু চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে ড্রাগন ফলের চাষ। মূলত একটা সময় পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ড্রাগন ফলের চাষ হলেও এখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফলের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে। পাশাপাশি জেলায় উত্‍পন্ন ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যগুলিতেও। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায় সাফল্যের সাথে ড্রাগন ফলের চাষ করে চলেছেন কৃষকেরা। গঙ্গারাপুরের এক ড্রাগন ফল চাষী বাবলু মাহাতো জানান” ২০১৬ সাল থেকে ড্রাগন ফলের চাষ শুরু করেছি আমি,প্রথমে অল্প জায়গা নিয়ে চাষ শুরু করলেও পরবর্তীতে ১একর জমিতে ড্রাগন ফলের চাষ করি। বর্তমানে ১একর জমি থেকে বছরে ৮ লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রি করি।”ফলের চাষ

    ঐ এলাকার ওপর এক ড্রাগন ফল চাষী চিতাম্বর চন্দ্র মাহাতো বলেন “লাভবান হয়েছি বলেই সফলতার সাথে বিগত ৫ বছর ধরে ড্রাগন ফল চাষ করছি আমরা, পাশাপাশি এই এলাকায় বহু চাষিরা এখন ড্রাগন ফল চাষ করেন।” বলাই বাহুল্য ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন এলাকার চাষিরা।

    ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা ।

    MORE NEWS – উন্নততর পৌরসভা গড়তে এবং দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়তে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন ।

    ডানকুনি,হুগলী :- উন্নততর পৌরসভা গড়তে এবং দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়তে, উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে, ত্রাণ বিতরণে স্বজনপোষণের প্রতিবাদে, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে, উন্নতমানের ড্রেনেজ ব্যাবস্থা ও বাস টার্মিনাল চালু করার দাবি এবং ২৪ ঘন্টা পানীয় জলের সরবরাহ করার দাবী সহ একাধিক দাবিতে আসন্ন ডানকুনি পৌরসভার নির্বাচনে ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত C P I (M) প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ও বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে , আজ সকালে ডানকুনি বন্দেরবিল থেকে কালীপুর মোড় পর্যন্ত মহামিছিলের আয়োজন করেছিলো। CONTINUE READING

    ইউ‌ক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য তিন দেশে বাংলাদেশ মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ

    একাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে মিছিল ও পথসভা আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments