More
    Homeজাতীয়তামিলনাড়ুর ৪৩ জন মত্‍স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা

    তামিলনাড়ুর ৪৩ জন মত্‍স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা

    তামিলনাড়ুর ৪৩ জন মত্‍স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা। সেই সঙ্গে ৬টি নৌকা বাজেয়াপ্ত করেছে দ্বীপরাষ্ট্রের নৌসেনা কর্মীরা। রবিবার রামেশ্বরমের আধিকারিকরা এই খবর জানিয়েছেন।

    মত্‍স্যজীবীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে তামিলনাড়ুর মত্‍স্যজীবীদের সংগঠন। তারা জানিয়েছে, মুক্তি না দিলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালে যাবেন মত্‍স্যজীবীরা।

    তামিলনাড়ুর ৪৩ জন মত্‍স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা

    Read More-অবাধ ছাপ্পা, এজেন্টদের মারধর, অভিযোগের পাহাড় নিয়ে কমিশনে বিজেপি

    জানা গিয়েছে, মত্‍স্যজীবীরা গতকাল, ১৮ ডিসেম্বর উপকূল থেকে রওনা দেন গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে ৫০০টি নৌকা নিয়ে তাঁরা যাত্রা শুরু করেন। কাটচাটভালু দ্বীপের কাছে তাঁরা মাছ ধরছিলেন। কিন্তু সেই সময় ৪৩ জনকে গ্রেফতার করা হয় এবং ছটি নৌকা আটক করা হয়। জানিয়েছে মত্‍স্য দফতর।

    এদিন গ্রেফতারের পর মত্‍স্যজীবীদের কাঙ্গেসান্থুরাই শিবিরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রামনাথপুরমের সাংসদ কে নাভাস কানি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং আবেদন করেন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে মত্‍স্যজীবীদের মুক্তির জন্য পদক্ষেপ করে ভারত সরকার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments