More
    Homeঅনান্যতালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ জগদ্দলের শ্যামনগর সতীন সেন নগরে।

    তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ জগদ্দলের শ্যামনগর সতীন সেন নগরে।

    Today Kolkata:- তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ ঘিরে সোমবার বেলায় উত্তেজনা ছড়ালো জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর সতীন সেন নগর এলাকায়। জানা গিয়েছে, রাস্তার ধারে ছয়-সাতটি দোকান-সহ জায়গা সুশান্ত সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে কেনেন স্থানীয় যুবক রামকৃষ্ণ হালদার ২০১৮ সালের শেষের দিকে। আগে দোকানদারদের থেকে ভাড়া নিতেন পূর্বতন মালিক। জমি হস্তান্তরের পর থেকে ভাড়া নেন রামকৃষ্ণ বাবু। একটি দোকান নিয়ে বিবাদ চলছে মালিকের সঙ্গে দোকানদার ভাড়াটিয়ার। মালিকের দাবি, চার বছর ধরে তিনি এস বি আইয়ের গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছেন। ওই দোকানটি জোর করে মালিক তার কাছ নিয়ে নিয়েছেন বলে দাবি সবিতা ভৌমিকের। অভিযোগ, এদিন স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতেতে ওই গ্রাহক সেবা কেন্দ্রের তালা ভেঙে দখল নেবার চেষ্টা করেন সবিতা দেবীর স্বামী। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

    তালা ভেঙে দোকান দখলের চেষ্টার অভিযোগ জগদ্দলের শ্যামনগর সতীন সেন নগরে।

    MORE NEWS – শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে যোগ দেওয়া বেশকিছু নেতাদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় যুব তৃণমূল কংগ্রেস।

    সারদা, নারদ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে যোগ দেওয়া বেশকিছু নেতাদের নাম থাকলেও তাদের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা, এই দাবী নিয়ে আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেয় যুব তৃণমূল কংগ্রেস। একই দাবি নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। CONTINUE READING

    MORE NEWS – দীঘার সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু।

    দীঘার (Purba Medinipur Digha) সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু। গতকাল বারাসাত থেকে একটি পর্যটকের দল দীঘায় বেড়াতে আসে, আজ দুপুরে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নামেন দত্তপুকুর এলাকার বাসিন্দা রতন সামন্ত (৩৫ ) সঙ্গে স্ত্রী ও পাঁচ বছরের বাচ্চা। এমন সময় রতন স্নান করতে করতে গভীর সমুদ্রে চলে যান ঘটনাটি দেখতে পান তার দলের অন্যান্যরা তড়িঘড়ি করে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments