More
    Homeখবরতৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব উঠে এলো মালদা মোথাবাড়ি এলাকায়।

    তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব উঠে এলো মালদা মোথাবাড়ি এলাকায়।

    মালদা,২৬ এপ্রিল:- এবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব উঠে এলো মালদা মোথাবাড়ি এলাকায় প্রকাশে এবার, জেলা সভাপতি সাবিনার ইয়াসমিন বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মোথাবাড়ি এলাকার। কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি সুধীর দাস। সুধীর দাস বলেন, এই জেলায় তৃণমূলকে বাঁচাতে গেলে দ্রুত দলের জেলা কমিটির পরিবর্তন করতে হবে। নইলে এই জেলা থেকে দল নিশ্চিহ্ন হয়ে যাবে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন কংগ্রেসিদের প্রাধান্য দিচ্ছেন। পুরনো যারা তৃণমূল তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। দলকে সমস্ত বিষয় জানানো হবে। এ ছাড়াও একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয় সাংবাদিক বৈঠকে।
    মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ মোথাবাড়ি এলাকায় এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করলেন কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি সুধীর দাস।

    এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি টিংকুর রহমান বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তবে মঙ্গলবার সকাল থেকে সাবিনাকে চাইনা এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ি এলাকায়। কে বা কারা পোস্টার আটকেছে তা নিয়ে মন্তব্য করতে চাননি কেউ। তবে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন কলকাতায় থাকার জন্য তিনি মোবাইল মারফত জানিয়েছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কেউবা কারা ষড়যন্ত্র করে তার বিরোধিতা করছেন। ক্ষমতা থাকলে প্রমাণ করুক।

    তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব উঠে এলো মালদা মোথাবাড়ি এলাকায়।

    MORE NEWS – Ganga গঙ্গা নদী থেকে দুই দিন পরে উদ্ধার যুবকের। 

    মালদাঃ- দুইদিন নিখোঁজ থাকার পর অবশেষে গঙ্গানদী থেকে যুবকের নিথর মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম সুমিত কর্মকার(৩৩)। উল্লেখ্য,শনিবার দুপুর নাগাদ মানিকচকের কামালপুর এলাকার বাসিন্দা সুমিত কর্মকার। তার দুই সঙ্গী নিয়ে বাইক চেপে মানিকচক গঙ্গানদীতে আসেন সান করার উদ্দেশ্যে। সান করতে করতে কিছুক্ষণের জন্য বিরতি দেয় এবং সেলফি তোলার জন্য মোবাইল নিতে উঠে উপরে। ছবিও তোলে বেশ কয়েকটা। আবার সান করতে নামার কিছুক্ষনের পর থেকে সুমিত কর্মকারকে আর দেখা যায়নি। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর এ ফিরে না আসায় বন্ধুরা খোঁজাখোঁজি শুরু করেন। কিন্তু সুমিতের কোন খোঁজ পাওয়া যায়নি। চলে মানিকচক গঙ্গাঘাটে বিপর্যয় মোকাবিলা টিম এবং ডুমরি দিয়ে তল্লাশি অভিযান। কিন্তু কোন খোঁজ পাওয়ানি। অবশেষে সোমবার মানিকচকের রামনগর ঘাট এলাকা থেকে ওই যুবকের CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments