More
    Homeখবরতৃণমূল কংগ্রেস প্রভাবিত করছে শিক্ষা থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে, বললেন দিলীপ...

    তৃণমূল কংগ্রেস প্রভাবিত করছে শিক্ষা থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে, বললেন দিলীপ ঘোষ।

    Today Kolkata:- সৌগত বাবু বলতে বাধ্য হয়েছেন। এত কিছু হচ্ছে এতদিন সংযত ছিলেন। মুখ থেকে সত্য কথা বেরিয়ে গিয়েছে। আমরা একথা বারবার বলেছি। সাধারণ নাগিরিকরা বলছে। বিভিন্ন পেশার বুদ্ধিজীবীরা বলেছে। বাস্তব কথাই তিনি বলেছেন। সকালবেলা খবরের কাগজ অথবা টিভি খুললেই ফোন অথবা ধর্ষণের খবর প্রকাশে আসছে। এর নিন্দা সবার করা উচিত। মুখ্যমন্ত্রী করছেন না। তার দলের লোকেরা করছে বিবেক আছে তাই করছে। শিক্ষা থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে ও প্রভাবিত করা হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে একজন বিচারকের মনে হচ্ছে তাকে বন্ধুকে সামনে পড়তে হতে পারে। যিনি বিচার দিচ্ছেন তার ঘরের সামনে প্রতিবাদ জানানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস ,তৃণমূল কংগ্রেস

    সিবিআই যাদের ডাকছে তারা আদালতের আশ্রয় নিয়ে হাসপাতালে থাকছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেস। Hatras এ তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধিদল দিয়েছিল তারা এখন কোথায়। হাঁসখালি তে যে ধরনের বড় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করতে এবং সত্যকে সামনে আনতে বিজেপি বিরোধী দল হিসেবে একটি ভূমিকা রয়েছে ।সেটাই তারা পালন করছে তারা সেখানে যাচ্ছে ।সত্যটাকে সরকার এবং দলের সামনে তুলে ধরতে যাছে ।এতে বাধাটা কোথায়। সমাজে যে ধরনের ঘটনা ঘটে বিরোধী দল হিসেবে সেটি তুলে ধরার দায়িত্ব আছে।

    তৃণমূল কংগ্রেস প্রভাবিত করছে শিক্ষা থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে, বললেন দিলীপ ঘোষ।

    MORE NEWS – বাঙালির চিরাচরিত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ।

    Today Kolkata:- বাংলাদেশে সাড়ম্বরে নববর্ষ উদযাপিত হয়েছে। প্রখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার রজনীকান্ত সেনের একটি গীতিকবিতার চরণ ধার করে এবার ঢাকায় মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ বৈশ্বিক কোভিড-১৯ কাটিয়ে আবার জেগে উঠেছে প্রাণ। আবার বাংলায় জেগেছে প্রান্তর। সুরের মূর্ছনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে সাড়ম্বরে উযাপিত হলো বাঙালির চিরায়ত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ। সেইসঙ্গে বাড়তি ছিল মঙ্গল শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাসটাও। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রমজান মাস হওয়ায় এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি। CONTINUE READING

    ST,SC & OBC সেলের উদ্যোগে হরিপালে প্রভাতফেরি এবং হরিপাল লোকমঞ্চে ১৩১তম বি আর আম্বেদকরের জন্মদিবস পালন করা হল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments