More
    HomeখবরST,SC & OBC সেলের উদ্যোগে হরিপালে প্রভাতফেরি এবং হরিপাল লোকমঞ্চে ১৩১তম বি...

    ST,SC & OBC সেলের উদ্যোগে হরিপালে প্রভাতফেরি এবং হরিপাল লোকমঞ্চে ১৩১তম বি আর আম্বেদকরের জন্মদিবস পালন করা হল।

    Today Kolkata:- আজ হরিপাল ব্লক তৃণমূল ST,SC & OBC সেলের উদ্যোগে হরিপালে প্রভাতফেরি এবং হরিপাল লোকমঞ্চে ১৩১তম বি আর আম্বেদকরের জন্মদিবস পালন করা হল। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক ডাঃ করবী মান্না, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রামেন্দু সিংহরায়, জেলা ST SC OBC সেলের সভাপতি প্রদীপ বাঁশফোড়, দেবাশীষ পাঠক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।হুগলী থেকে দেবজ্যোতি অধিকারী।

    ST,SC & OBC সেলের উদ্যোগে হরিপালে প্রভাতফেরি এবং হরিপাল লোকমঞ্চে ১৩১তম বি আর আম্বেদকরের জন্মদিবস পালন করা হল।

    MORE NEWS – নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লো লরি।লরির ধাক্কায় রক্তাক্ত দুই ও ভেঙে চুরমার বাইক শোরুম।

    মালদাঃ- নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লো লরি।লরির ধাক্কায় রক্তাক্ত দুই ও ভেঙে চুরমার বাইক শোরুমের নতুন ১৫ টি বাইক।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ ১.২০ মিনিট নাগাদ চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কের ধারে ভবানীপুর ব্রিজ সংলগ্ন এলাকায়।রক্তাক্ত হয়েছেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা তথা চা দোকানদার মতলাইন আলি(৫০) ও ইসলামপুর গ্রামের বাসিন্দা তথা ভুটভুটি চালক তাজেল আলি(৩৫)।তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন পুলিশ।তবে দুর্ঘটনার পর থেকে খালাসি পলাতক রয়েছেন। এক প্রত্যক্ষদর্শী সাহে আলম জানান,লরিটি ৮১ নং জাতীয় সড়কের ধারে ধরম কাটার সামনে দাঁড়িয়ে ছিল। CONTINUE READING

    রামনবমী উপলক্ষে শ্যামচাঁদপুর সীতারাম জিউ রথযাত্রা শুভ উদ্বোধন করলেন, নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা।

    মাটির নীচ থেকে উঠে এলেন মহাদেব, চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর বালিভাষা এলাকায়।

    হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ, পানীয়জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ।

    এক নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    ট্রেনের উদ্বোধন কে ঘিরে রাজনৈতিক সৌজন্যের নজির দেখল মালদা টাউন স্টেশন।

    700 বছরের পুরনো রীতি মেনে মড়ার খুলি নিয়ে নাচ আজও অব্যাহত কান্দির গাজন উৎসবে।

    নামখানায় ধর্ষিতা গৃহবধুর নাম লেখা প্ল্যাকার্ড ছাপিয়ে BJP-র বিক্ষোভ মিছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments