More
    Homeখবরতৃণমূল কর্মীর পরিবারের দুই সন্তান নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের

    তৃণমূল কর্মীর পরিবারের দুই সন্তান নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের

    Today Kolkata:-  একই পরিবারের দুই সন্তান নিখোঁজ। একজন অষ্টম শ্রেণির ছাত্র এবং অপরজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। উল্লেখ্য দুই ছাত্র বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। কেটে গেছে এক রাত। পুলিশের দ্বারস্থ নিখোজ ছাত্র এর পরিবার। অপহরণের আশঙ্কা করছেন পরিবারের লোকেরা। ক্রমশ দানা বাঁধছে রহস্য। সমগ্র ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে জানা গেছে নিখোঁজ হওয়া দুই ছাত্রের পরিবার সক্রিয় ভাবে শাসকদলের সঙ্গে যুক্ত। ফলে ঘটনায় লেগেছে রাজনীতির রং।

    Manish Kothari vs ED ইডির জিজ্ঞাসাবাদে মুখ খুলে দিলেন মণীশ কোঠারি , চরম বিপদে কন্যা সহ অনুব্রত।

    তৃণমূলের সৌজন্যেই এলাকার আইনশৃঙ্খলার অবনতি হয়েছে অভিযোগ বিরোধীদের। পাল্টা অভিযোগে তৃণমূল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের ঘটনা। উল্লেখ্য গ্রামের বাসিন্দা কালু পাশমান পেশায় ব্যবসায়ী, তার ছেলে কুনাল পাসমান এবং ভাইয়ের ছেলে রাজবির পাসমান গতকাল শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ বাড়ি থেকে বের হয়, তারপর থেকেই দুইজনে আর বাড়িতে ফেরেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় কুনালের পরণে ছিল নীল রঙের জামা এবং জিন্সের প্যান্ট। রাজবিরের পরনে ছিল আকাশী রঙের জামা এবং জিন্সের প্যান্ট।

     

    কালু পাশমান দোকান থেকে এসে জানতে পারে তারা দুইজন এখনও বাড়ি ফেরেনি। তারপর রাতেই খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। খোঁজ নেওয়া হয় আত্মীয় স্বজনদের বাড়িতেও। কিন্তু কোনো খোঁজ মেলেনি দুই ভাইয়ের। পরিবারের লোকেরা আশঙ্কা করে তাদের সন্তানদের অপহরণ করা হয়েছে। তারপরেই শনিবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করায় তদন্ত শুরু করেছে পুলিশ।সন্তানদের ঘরে ফেরার অপেক্ষায় কান্নায় ব্যাকুল মায়েরা। দুই সন্তান

     

    MORE NEWS – মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা এখনই নয়, আদালতের নির্দেশে অপেক্ষায় বিকাশ।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করার ব্যাপারে এখনই অনুমতি মিলল না কলকাতা হাই কোর্টের তরফে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Sribastava) , বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল , বিষয়টি তারা বিবেচনা করে দেখবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments