More
    Homeখবরদীর্ঘ এক মাস রোজা শেষে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির খুশির...

    দীর্ঘ এক মাস রোজা শেষে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির খুশির ঈদ।

    Today Kolkata:- দীর্ঘ এক মাস রোজা শেষে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ উপলক্ষে আজ টিটাগর বাংলা মসজিদে পালিত হল ঈদের নামাজ। কথিত আছে কি তাকরীর এই নামাজ স্থলটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিগণিত আছে। করণা আবহ কাটিয়ে দীর্ঘ দু’বছর পর সাড়ম্বরে পালিত হল ঈদের নামাজ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ করতে হাজির হন লক্ষাধিক মানুষ। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরের সাথে আজ টিটাগড়ের নামাজের অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

    দীর্ঘ এক মাস রোজা শেষে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ।

    MORE NEWS – বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের কাজ করেও মেলেনি প্রাপ্য টাকা।

    মালদাঃ- বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের কাজ করেও মেলেনি প্রাপ্য টাকা এমনি অভিযোগ উঠল পুরাতন মালদা বিধানসভার বিধয়কের বিরুদ্ধে। বিধানসভা ভোট পার হয়েছে প্রায় এক বছর দেওয়া লিখনের কাজ করে মেলেনি টাকা, এবার পুরাতন মালদার সাহাপুর এলাকায় ধর্নায় বসলেন রঞ্জিত দাস নামে এক শিল্পী। রঞ্জিত দাসের অভিযোগ ভোটে জিতে আর টাকা দিচ্ছেন না মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। বারবার বলেও কোনো লাভ না হওযায় অবশেষে ধর্নায় বসলেন তিনি তার পাশে দারিয়েছেন অন্য শিল্পীর। বিজেপি বিধায়ককে জালিয়াত বলে কটাক্ষ করেছেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য তথা বহিস্কৃত বিজেপি নেতা নিতাই মন্ডল। যদিও এর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র আছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। CONTINUE EADING

    MORE NEWS – ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বই-দুর্গাপুর বিমান৷

    Today Kolkata:- ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বই-দুর্গাপুর বিমান (Mumbai-Durgapur Flight hits severe mid Air Turbulence)৷ তীব্র ঝাঁকুনিতে আহত 15 জন যাত্রী৷ রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে রওনা দেয় বিমানটি৷ তবে অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি৷ বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন 15 জন যাত্রী৷ মুম্বই থেকে অণ্ডাল বিমানবন্দরে স্পাইসজেটের বিমানটি নামার সময় সন্ধ্যা 7টা 40 মিনিট নাগাদ ঝড়ের কবলে পড়ে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments