More
    Homeখবরদ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদলে তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল।

    দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদলে তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল।

    মহিষাদলঃ- গ্রাম বাংলা থেকে বেশি সংখক খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদল সুইমিং ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৯ শে মার্চ থেকেব ৩১ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে মহিষাদলে ” তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল” শনিবার সাংবাদিক বৈঠক করে জানান দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহী। তিনি ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সংস্থার সাংগঠনিক সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। মহিষাদলের বিভিন্ন মাঠে ক্রিড়া, তীরন্দাজ, হ্যান্ডবল, সাঁতার সহ ১৭ টি বিভাগের খেলায় দেশের বিভিন্ন রাজ্যে থেকে ১৫০০ প্রতিযোগী অংশগ্রহন করবে বলে জানান তপনবাবু। তিনি বলেন, আজ যারা দেশের খেলার মানকে এগিয়ে নিয়ে চলেছে তাদের অধিকাংশই গ্রাম বাংলা থেকে উঠে আসা। গ্রাম বাংলা থেকে আরও বেশি সংখক ছেলে মেয়েরা যাতে খেলাধুলায় মনোযোগ দেয় তারাই লক্ষ্যে এই প্রয়াস।

    দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদলে তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল।

    MORE NEWS – স্বর্ণ মৎস্য যোজনায় বাগদা পার্শে ভাঙন চাষ সূচনা হলদিয়ায়।

    পূর্বমেদিনিপুর:-  বাগদা পার্শে ভাঙন বাঙালির রসনায় যেমন তৃপ্তি আনে , তেমনি চাষে বেশি লাভ পায় মৎস্যজীবী পূর্বমেদিনিপুর সহ রাজ্যে বাগদা চিংড়ির জায়গা দখল করেছে ভেনামি চিংড়ি। আর সেই চাষ কমে যাওয়া বাগদার চিংড়ি চাষের বৃদ্ধিতে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন প্রকল্প “স্বর্ণ মৎস্য যোজনা” -র অধিনে হলদিয়া ব্লকে বাগদা সহ পার্শে মাছের মিশ্রচাষ প্রকল্পের সূচনা হল। 25/03/22 শুক্রবার হলদিয়া বিডিও অফিস থেকে সাতজন মাছচাষিকে “স্বর্ণ মৎস্য যোজনা”র অধিনে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার মালেট অর্থাৎ পার্শে ভাঙন মাছ বিতরন করা হয়। স্বর্ণ মৎস্য যোজনার অধিন মাছচাষিদের মধ্যে যেমন রয়েছে সফি আহমেদ, আতিয়ার রহমান এর মতো অভিজ্ঞ মাছচাষির সাথে তরুন চাষি গৌতম মাজি সহ সাতজন। ইতিমধ্যে মাছ ও চিংড়ি ছাড়ার আগে মাছচাষিদের “বায়ু সঞ্চালন যন্ত্র বা এয়ারেটর মেসিন দেওয়া হয়েছে। CONTINUE READING

    পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কান্দিতে।

    নৈহাটি শিবদাসপুর এ তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অল্পের জন্য প্রাণে বাঁচল তৃণমূল নেতা

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments