More
    Homeখবরধর্মঘটের সমর্থনে মালদহে অবস্থান বিক্ষোভ

    ধর্মঘটের সমর্থনে মালদহে অবস্থান বিক্ষোভ

    Today Kolkata:-  ধর্মঘটের সমর্থনে মালদহে অবস্থান বিক্ষোভ। বকেয়া মহার্ঘভাতা প্রদান সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ১০ই মার্চ এর ধর্মঘটের সমর্থনে মালদায় পোষ্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ ও প্রতীকী অনশন পালন করলো। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখলবঙ্গ শিক্ষক সমিতি ও সংগ্রামী যৌথ মঞ্চের মালদা জেলা কমিটির উদ্যোগে এদিন মালদা পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি এদিন মালদা জেলার বিভিন্ন বিডিও অফিস, উচ্চ বিদ্যালয়,উচ্চ বালিকা বিদ্যালয়, ভূমি সংস্কার দপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।

     

    মূলত বকেয়া মহার্ঘভাতা প্রদান স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ সহ বিভাজনের রাজনীতি বন্ধ করে রাজ্যে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে ১০ই মার্চ রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, আদালত,স্কুল, কলেজ,বিশ্ব বিদ্যালয়ে ধর্মঘট সফল করতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায়। পাশাপাশি মালদা জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। এদিন মালদা জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের তেমন দেখা মেলেনি।

    আরও পড়ুন – অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্যসরকার,একগুচ্ছ নির্দেশিকা জারি

    অন্যদিকে সাধারণ মানুষেরও আনাগোনা কম ছিল। মালদা জেলার বিভিন্ন এলাকার সরকারি কর্মচারী সহ অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়ের প্রায় আড়াই তিন হাজারের মত শিক্ষক শিক্ষিকাগন মালদা পোস্ট অফিস মোড়ে জমায়েত করে। পাশাপাশি দশ জন শিক্ষক শিক্ষিকা প্রতীকী অনশন করে সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।অন্যান্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় অনেকটাই কম। বনধের সমর্থনে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ হাসনাথ,আদর্শ মিশ্র, হিল্লোল পাল, চিরঞ্জীব ভট্টাচার্য,রাজেশ সাহা,দিপক সাহা, মানস দত্ত সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

     

    উল্লেখ্য, ধর্মঘটের সমর্থনে মালদহে অবস্থান বিক্ষোভ। বকেয়া মহার্ঘভাতা প্রদান সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ১০ই মার্চ এর ধর্মঘটের সমর্থনে মালদায় পোষ্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ ও প্রতীকী অনশন পালন করলো। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখলবঙ্গ শিক্ষক সমিতি ও সংগ্রামী যৌথ মঞ্চের মালদা জেলা কমিটির উদ্যোগে এদিন মালদা পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি এদিন মালদা জেলার বিভিন্ন বিডিও অফিস, উচ্চ বিদ্যালয়,উচ্চ বালিকা বিদ্যালয়, ভূমি সংস্কার দপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments