More
    Homeখবরনাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে গ্রেফতার ঢোলাহাট থানার হোম গার্ড।

    নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে গ্রেফতার ঢোলাহাট থানার হোম গার্ড।

    Today Kolkata:- সোমবার রাতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল মঙ্গলবার সকালে ঢোলা হাট থানার এক হোম গার্ড। পুলিশ জানিয়েছে ধৃত হোম গার্ডের নাম মানিক জানা (৩৫)। ঢোলাহাটের সানকিবেড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পকসো ১০ ধারায় মামলা রুজু করে আজ তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরের কমলপুরের বাসিন্দা ঢোলাহাট থানার হোম গার্ড মানিক জানা তার স্ত্রীকে নিয়ে নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগরের সানকিবেড়িয়ায় ঘর ভাড়া নিয়ে থাকত। এদিন থানা থেকে ডিউটি সেরে বাড়ি ফিরে এক নাবালিকাকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে রাতে থাকার অজুহাতে ডেকে নিয়ে আসে। পরে তাকে ছাদে নিয়ে গিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ঢোলা হাট থানায় অভিযোগ জানানোর পর সানকিবেড়িয়ার বাড়ি থেকে ওই হোমগার্ডকে গ্রেপ্তার করে ঢোলা হাট থানার পুলিশ।

    নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে গ্রেফতার ঢোলাহাট থানার হোম গার্ড।

    MORE NEWS – গরিব পরিবারের মেধাবী ছাত্র পড়ছে অংকে অনার্স নিয়ে, ল্যাপটপ সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন ভারতী ঘোষ।

    মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এক মেধাবী ছাত্র সুশান্ত পড়িয়া। প্রতিবন্ধী বাবার একমাত্র ছেলে, সামান্য একটু জমি চাষ করে সংসার চলে। মেধাবী ছাত্র নিজগুণে ভালো নম্বর পেয়ে কেশপুর কলেজে তৃতীয় বর্ষে অংক নিয়ে পড়াশোনা করছে। কিন্তু আগে এগোনোর সামর্থ্য নেই। সহযোগিতার আবেদন করেছিলেন, তাই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ। রবিবার বিকেলে মেদিনীপুর শহরে ওই ছাত্র কে ডেকে তার হাতে ল্যাপটপ তুলে দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। ইতি পূর্বেও তার পড়াশোনার জন্য বিভিন্ন রকমের বই ও নানা সামগ্রী ওই ছাত্রের হাতে তুলে দিয়েছিলেন ভারতী ঘোষ। প্রথম বর্ষ থেকেই সেই পড়াশোনার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতার জন্য যা সে কিনতে পারছিল না। বিভিন্ন সময়ে সে সমস্ত সামগ্রী দিয়ে উৎসাহিত করেছিলেন তিনি। রবিবার আরও একটি নতুন ল্যাপটপ তার হাতে তুলে দিয়ে পড়াশোনার জন্য উৎসাহিত করেন। সেইসঙ্গে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। CONTINUE READING

    প্রসবের সময় কিংবা তার পর প্রসূতিদের মৃত্যু আটকাতে তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments