More
    Homeখবরপ্রসবের সময় কিংবা তার পর প্রসূতিদের মৃত্যু আটকাতে তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য...

    প্রসবের সময় কিংবা তার পর প্রসূতিদের মৃত্যু আটকাতে তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

    মালদা, ২২ মার্চ:- প্রসবের সময় কিংবা তার পর প্রসূতিদের মৃত্যু আটকাতে তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এজন্য জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, এমনকি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে সম্প্রতি বৈঠক করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জেলা সহকারী মুখ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান, গত বছর জেলায় ৯৯ জন প্রসূতি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন। এবার এখনও পর্যন্ত মায়েদের মৃত্যুর সংখ্যা ৬৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রসূতিদের মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। আশা করা যাচ্ছে, মার্চের মধ্যে আর কোনও মায়ের মৃত্যু হবে না। মূলত মালদা ও মুর্শিদাবাদ জেলাতেই প্রসূতিদের মৃত্যুর ঘটনা বেশি ঘটে। এর অন্যতম কারণ, অল্প বয়সেই গর্ভধারণ করার সমস্যা। তবে অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনা আমাদের খুব একটা নজরে পড়েনি। তবে অ্যানিমিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রসূতিদের মৃত্যু আটকাতে আমরা সারা বছর ধরেই বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

    প্রসবের সময় কিংবা তার পর প্রসূতিদের মৃত্যু আটকাতে তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

    MORE NEWS – অফলাইন সেমিস্টার সংক্রান্ত বিবৃতিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ খড়্গপুরের IIT-তে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশবাহিনী।

    Today Kolkata :- করোনাকালে প্রায় দু বছর বন্ধ থাকার পরে পরবর্তী সেমিস্টার অফলাইন করার সিদ্ধান্ত নিয়েছে IIT কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। কলেজে পাঠরত বহু ছাত্র-ছাত্রী যারা করোনাকালে বাড়ি ফিরে গিয়েছিল তারা অফলাইন পরীক্ষা অংশগ্রহণ নিতে পারবে না বলে জানিয়েছিল IIT কর্তৃপক্ষকে। কিন্তু IIT-র তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যাদের অফলাইন পরীক্ষা দিতে আপত্তি রয়েছে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। আর এমন সিদ্ধান্ত কে ঘিরেই বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। সোমবার দুপুরে IIT-র ডিরেক্টর বোর্ড এবং কাউন্সিল বোর্ডের কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। CONTINUE READING

    MORE NEWS – সরকারি জমি কার ?

    Today Kolkata:- সরকারি জমি কার এই নেই বিবাদ। বারাসত কে কে মিত্র রোডে বারাসাত কোটের একটি বিল্ডিং আছে। দীর্ঘদিন ধরে বারাসাত কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সেই বিল্ডিং। আচমকাই আজ স্বাস্থ্য দপ্তরের তরফে ভাঙতে আসে। জেসিবি দিয়ে বেশ খানিকটা বিল্ডিং ভাঙচুর হয়ে যাওয়ার পর আদালতের রেজিস্টর ছুটে আসেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments