More
    Homeরাজনৈতিকনীল ও কালো কালির বিভ্রান্তিতে কয়লা পাচার মামলার চার্জশিটের কপি, ফৌজদারি মামলার...

    নীল ও কালো কালির বিভ্রান্তিতে কয়লা পাচার মামলার চার্জশিটের কপি, ফৌজদারি মামলার পথে অভিষেক।

    Today Kolkata:- কয়লা পাচার মামলার চার্জশিটের কপি বলে ধৃতের জেরার নাম করে যে নথি সোশ‌্যাল মিডিয়ায় ঘুরছে তা নিয়েই এবার বৃহত্তর চক্রান্তের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। কারণ, সমাজমাধ‌্যমে চার্জশিটের যে কপি ছড়িয়ে দেওয়া হয়েছে তা কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাজিকে জেরার নীলকালিতে হাতে লেখা বয়ান।

    তা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভিতরের কেউ কি আসল জেরার তথ‌্য রাজনৈতিক স্বার্থে বাইরে পাঠিয়ে দিচ্ছে? এমন হলে খুবই ভয়ংকর।’’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির সঙ্গে যোগসাজশে হওয়া এই চক্রান্তকে তাঁর বিরুদ্ধে ‘ফৌজদারি অপরাধ’ ধরে মামলা দায়ের করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়।

    বুধবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, ‘‘চার্জশিটের কপি যদি আদালত থেকে তোলা হয় তবে তা অবশ‌্যই হবে জেরক্স এবং কালো কালিতে লেখা। কিন্তু সোশ‌্যাল মিডিয়ার ‘আংশিক সত‌্য’ কপিটি নীলকালিতে লেখা। তার অর্থ, জেরার পর অরিজিনাল কপি থেকে কেউ মোবাইলে ছবি তুলে বিজেপিকে পাঠিয়েছে।

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনকয়েক আগে এক সাংবাদিক বৈঠকে চার্জশিটের এই অংশ উল্লেখ করে নাম না করে ‘প্রভাবশালী’ বলে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়কে আক্রমণ করেন। সেদিন শুভেন্দু জেরার ‘অংশ’ না বললে পরে তা দু’নম্বর প্রশ্ন বলে সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এদিন বিষয়টি নিয়ে প্রথমে টুইট করে পরে হলদিয়ায় সাংবাদিক বৈঠক করে বৃহত্তর চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

    নীল ও কালো কালির বিভ্রান্তিতে কয়লা পাচার মামলার চার্জশিটের কপি, ফৌজদারি মামলার পথে অভিষেক।

    Mithun Chakraborty ঢপ মিশিয়ে চপ বেচুন’, জনসংযোগে জনতাকে নিদান মিঠুনের।

    MORE NEWS – ডিসেম্বরের শুরুতেই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী , যোগ দেবেন প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে।

    G-20 সম্মেলন উপলক্ষে আলোচনার জন্য সব রাজনৈতিক দলের সুপ্রিমোকে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ ডিসেম্বর সেই বৈঠক। আমন্ত্রণ পেয়েছেন তৃণমূল সুপ্রিমোও। তাতে সাড়া দিয়ে দিল্লিতে বৈঠকে যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর জি-২০ সম্মেলন হবে ভারতে। এ রাজ্যেও চারটি ইভেন্ট হওয়ার কথা। সে সম্পর্কে আলোচনা হতে পারে মোদি-মমতার মধ্যে। ডিসেম্বরের শুরুতেই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে। দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাজস্থান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments