More
    HomeখবরMithun Chakraborty ঢপ মিশিয়ে চপ বেচুন’, জনসংযোগে জনতাকে নিদান মিঠুনের।

    Mithun Chakraborty ঢপ মিশিয়ে চপ বেচুন’, জনসংযোগে জনতাকে নিদান মিঠুনের।

    Today Kolkata:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে বিজেপির হয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বুধবার পুরুলিয়ার লধুড়কায় সভা করলেন সংগঠক’ মিঠুন। এদিন জনতার কাছ থেকে নানা সমস্যার কথা শোনেন তিনি। সেইসঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান মিঠুন। এদিকে মিঠুনের এই সভাকে ‘বিচিত্রানুষ্ঠান’ বলে কটাক্ষ করে তৃণমূল। প্রশাসন সূত্রে জানা যায়, বাংলায় বুথস্তরে বিজেপির সংগঠনের আসল ছবি কী, পূর্ব কর্মসূচি অনুযায়ী সরেজমিনে তার খোঁজ নিতে রাঢ়বঙ্গ সফর করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুনের। কিন্তু শেষ মুহূর্তে কর্মসূচি বদল হয়। স্থির হয়, রাজভবনে নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সেখানে যাবেন সুকান্ত। তাই মিঠুনকে একাই বেরোতে হয়।

    Mithun Chakraborty পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যে প্রচারে এলেন মহাগুরু মিঠুন।

    পরে জানা যায়, রাজভবনেও যাননি সুকান্ত। এদিন মিঠুনের সফর সঙ্গী ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। এদিন জনসংযোগ সভায় মিঠুন চক্রবর্তীকে পেয়ে নানা সুবিধা অসুবিধার কথা বলেন সাধারণ মানুষ। কেউ বলেন তিনি সরকারি ঘর এখনও পাননি, কেউ বা অভিযোগ করেন, ৬০ বছর বয়স হয়ে গেল এখনও পেনশন চালু হয়নি তাঁর। অন্য এক জন অভিযোগ করেন, ‘‘চপের দোকান করেছি। কিন্তু চপ বিক্রি হচ্ছে না।’’ মিঠুন তাঁকে ঢপ মিশিয়ে চপ বিক্রি করতে বলেন। প্রসঙ্গত, বুধবার থেকে টানা পাঁচ দিন জনসভা করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। যদিও প্রথম দিনের সফরেই থাকতে পারলেন না সুকান্ত মজুমদার। তাতে অবশ্য কর্মসূচি থমকে যায়নি। জ্যোতির্ময়কে সঙ্গী করে মিঠুনই নেমে পড়েছেন কর্মসূচিতে।

    Mithun Chakraborty ঢপ মিশিয়ে চপ বেচুন’, জনসংযোগে জনতাকে নিদান মিঠুনের।

    Partha Chatterjee স্নানের সময় ড্রাম থেকে জল তুলে গায়ে ঢেলে দিতে হবে, বায়না জেলবন্দি পার্থর।

    MORE NEWS – স্নানের সময় ড্রাম থেকে জল তুলে গায়ে ঢেলে দিতে হবে, বায়না জেলবন্দি পার্থর।

    এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষনা না হলেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যে শাসক-বিরোধী ব্যস্ততা তুঙ্গে। বিরোধীকে ধরাশায়ী করার পরিকল্পনায় কোমর বেঁধে মাঠে নেমেছে দুই শিবিরই৷ সেই লক্ষ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে অভিনেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারের উদ্দেশেই মঙ্গলবার তিনি কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে গেরুয়া শিবিরের তরফে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments