More
    Homeখবরনেতাদের দরজায় লাথি মারুন, গাছে বেঁধে রাখুন, নিদান দিলীপের

    নেতাদের দরজায় লাথি মারুন, গাছে বেঁধে রাখুন, নিদান দিলীপের

    Today Kolkata:- নেতাদের দরজায় লাথি মারুন, গাছে বেঁধে রাখুন, নিদান দিলীপের । নিয়োগ দুর্নীতিতে ক্রমশ কোণঠাসা হচ্ছে তৃণমূল সরকার। আর এর মধ্যেই কার্যত বোমা ফাটালেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, টাকা দিয়েও যদি চাকরি না পান তাহলে নেতাদের দরজায় যান এবং লাথি মারুন। এমনকি গাছে বেঁধে রাখারও নিদান দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে একের পর এক এলাকাতে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। তেমনই বৃহস্পতিবার তুফানগঞ্জের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতে এলাকাতে সভা করেন দিলীপ ঘোষ।

     

    আর সেখান থেকেই নিয়োগ দুর্নীতিতে নাম না করে তৃণমূলকে রীতিমত হুঁশিয়ারি দেন। বলেন, কলকাতা গাড়ি আটকালেই এক – দেড় কোটি টাকা পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছে এত টাকা! প্রশ্ন বিজেপি নেতার। আর সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, খাবার নেই , চাকরি নেই। আর গাড়িতে এত টাকা। কিন্ত্য কার টাকা। গরীব মানুষকে লুঠ করেই সেই টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে এদিন বক্তব্য রাখেন দিলীপ ঘোষ।

    West Bengal Government Employee কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যকে, ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের।

     আর তা বলতে গিয়ে তৃণমূলকে কড়া বার্তা দেন তিনি। বলেন, কেউ বলছেন ১০ লাখ দে প্রাইমারিতে চাকরি করে দেব। আবার কেউ হাই স্কুলের জন্যে ১২ লাখ টাকা চাইছে। যে যা পাচ্ছে টাকা চাইছে আর মানুষও তা বিশ্বাস করে দিচ্ছে বলে দাবি সাংসদের। আর তা বলতে গিয়েই প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের প্রসঙ্গ টানেন তিনি। বলেন, প্রাক্তন চেয়ারম্যান ৩৮ হাজার লোকের কাছ থেকে কম করে ১০ লক্ষ টাকা করে নিয়েছে।

     

    যার মধ্যে ১৮ হাজার চাকরি পেয়েছে। ২০ হাজার পায়নি বলে দাবি দিলীপ ঘোষ। আর তাঁদের মধ্যে কেউ কেউ তৃণমূল নেতাদের কলার ধরছে বলে দাবি তাঁর। দিলীপ ঘোষ, একের পর এক নাম সামনে আসছে। তবে সবাই জেলে যাবে। আর এরপরেই তাঁর নিদান, নেতার বাড়িতে গিয়ে চিৎকার করুন। টাকা চান। না দিলে তাহলে নেতাদের দরজায় লাথি মারুন।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments