More
    Homeখবরপথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আদিবাসী বৃদ্ধের।

    পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আদিবাসী বৃদ্ধের।

    মালদা, ৩ মার্চ :-  পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আদিবাসী বৃদ্ধের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ওই ব্যক্তির নাম কিসটু হাঁসদা (৬২)। মৃত ব্যক্তির কাছে উদ্ধার হওয়া আধার কার্ড থেকেই এই পরিচয় জানতে পেরেছে পুলিশ। এই দুর্ঘটনার পর মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত কিস্কু জখম ওই বৃদ্ধকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সাইকেল করে ওই বৃদ্ধ কাজে যাচ্ছিলেন। সেই সময় নারায়নপুর এলাকার জাতীয় সড়কে একটি চার চাকার বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর ঘাতক গাড়িটিকে এলাকা থেকে পালিয়ে যায়।
    মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত কিস্কু পুলিশকে জানিয়েছেন , তার চোখের সামনে এই দুর্ঘটনাটি ঘটে । এরপর তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয় । যদিও তার কাছ থেকে যে আধার কার্ডে উদ্ধার হয়েছে, সেই উদ্ধার হওয়া আধার কার্ড দেখেই পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । মৃত বৃদ্ধার বাড়ি পুরাতন মালদা থানার শিমুলঢাপ এলাকায়।

    পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আদিবাসী বৃদ্ধের।

    MORE NEWS – শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র নিয়ে যাওয়া হলো হাসপাতালে, এলাকায় উত্তেজনা।

    Today Kolkata :- ছাত্রকে বেধড়ক মারধর করলো শিক্ষক, ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর শ্রীধাম স্বামী কপিল আনন্দ হাইস্কুলে। স্থানীয় সূত্রে জানা যায় ক্লাস এইটের ছাত্র সোহম মাঝি আজ ক্লাস করার সময় বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা করছিলো, আর তাতেই ওই স্কুলের পার্ট টাইম টিচার প্রবীর মাইতি তাকে বেধড়ক মারধর করে। প্রথমে তার কানে চড় মরে তখনই ছাত্রটি মাথাঘুরে পড়েগেলে তার মাথায় জল দেওয়ার পরে আবারও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে ক্লাস এইটের ছাত্রটি। এরপরই বাড়ি ফিরে পরিবারের লোকজন জানতে চাইলে সে জামা খুলে দেখায়। তখনই পরিবারের লোকজন দেখতে পায় তার গোটা পিঠা হয়ে রয়েছে। এরপরই তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এতটাই নির্মমভাবে মারা হয় ছাত্রটিকে যার জেরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments