More
    Homeখবরপবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা...

    পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা ফাঁড়ির পুলিশ কর্মীরা।

    মালদাঃ- চলছে পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা ফাঁড়ির পুলিশ কর্মীরা। এদিনের এই ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন রাজনৈতিক নেতা-কর্মী , প্রশাসনিক আধিকারিক এবং সমাজের অন্যান্য কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান, হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস, ভালুকা ফাঁড়ির ওসি ঝোটন প্রসাদ আরো অন্যান্যরা। এদিন এই ইফতার পার্টিতে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার অংশ গ্রহণ করেন। এ প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির ওসি ঝোটন প্রসাদ জানান মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র রমজান মাস চলছে। আমরা তাদের জন্য এক দিনের ইফতার পার্টি আয়োজন করেছি। অনুষ্ঠানের মানুষদের আমরা আমন্ত্রণ জানিয়েছি অংশ গ্রহণের জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে প্রশাসন এ ধরনের ব্যবস্থা করে থাকে।

    পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা ফাঁড়ির পুলিশ কর্মীরা।

    MORE NEWS – অশোকনগরের পরে এবারের দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৫ যুবকের মৃত্যু আহত ৪।

    Today Kolkata:- অশোকনগরের পরে এবারে দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে পাঁচ যুবকের বিষাক্ত গ্যাস বিস্ফোরণ হয়ে ম্যানহোলের মধ্যে মৃত্যু হল। পাশাপাশি এই ঘটনায় আরও চারজন যুবক আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা দেগঙ্গা শোকের ছায়া নেমেছে। মৃতরা হলেন ওমর ফারুক (৩১), সামিউল ইসলাম (১৭) নুর নগর গ্রাম পঞ্চায়েতের ফাজিলপুরের বাসিন্দা, নিজামুদ্দিন সাহাজি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের রায় পুরের বাসিন্দা, সরাফাতা আলি ও মিরাজুল ইসলাম দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় গত ৮ মাস আগে কর্নাটকের ম্যাঙ্গালোরের দক্ষিণ কন্নাড়া জেলার ভাজপে থানার অন্তর্গত এলাকায় দিনমজুরের কাজ করতে যায় এই পাঁচ যুবক। CONTINUE READING

    গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল, অতুল চন্দ্র কুমার মার্কেটের শুভানুধ্যায়ীবৃন্দ।

    মগরাহাটের ছায়া বিষ্ণুপুরের, আবারও জোড়া কুপিয়ে খুনের চেষ্টা, মৃত এক, আশঙ্কাজনক আরো একজনকে পাঠানো হলো কলকাতায়।

    ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত ১০০ পার, কিছুটা হলেও আতঙ্ক কমছে চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রামে।

    বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশ।

    পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments