More
    Homeপশ্চিমবঙ্গপাশের দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে বিক্ষোভে সামিল উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্র...

    পাশের দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে বিক্ষোভে সামিল উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্র ছাত্রীরা

    পরীক্ষাই হয়নি। তবে আমাদের ফেল করানো হল কেন?‌ পাশের দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে বিক্ষোভে সামিল উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্র ছাত্রীরা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করায় কোথাও পথ অবরোধ, কোথাও আবার স্কুলে গিয়ে দিদিমণিকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। গতকাল প্রকাশিত হয়েছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কিন্তু সেই ফলাফল আশানুরূপ না হওয়ায় এবার পথ অবরোধ ছাত্র ছাত্রীদের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভোটপট্টি স্কুল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ময়নাগুড়ির ভোটপট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এই অবরোধ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ উচ্চমাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ নম্বর না পাওয়ায় পথ অবরোধ চলছে। পাশাপাশি বিক্ষোভ ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ে। জানা গেছে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি স্কুলের বেশ কিছু ছাত্রী। ছাত্রীদের দাবি এবারে পরীক্ষা হয়নি।

    তাই তাদের কেন ফেল করানো হল? অবিলম্বে তাঁদের পাশ করাতে হবে। এই দাবিতে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। একই দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে পথ অবরোধে সামিল পড়ুয়ারা। এই দৃশ্য দেখা গেল ময়নাগুড়ি পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে। ঘটনায় পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়াতে দেখা গেছে অভিভাবকদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments