More
    Homeরাজ্যপূর্ব বর্ধমানের মেমারিতে বোমা উদ্ধার ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর

    পূর্ব বর্ধমানের মেমারিতে বোমা উদ্ধার ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর

    ভোট মিটে গিয়েছে। কিন্তু অশান্তির আবহ কাটেনি এখনও। ভাটপাড়া থেকে মেমারি সেই একই ছবি। পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর  ব্লকের বোহার এলাকায় জমি থেকে উদ্ধার চারটি তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকালে এক কিশোরী বোহারের বড় টিকাইপুর এলাকায় মাঠে গরু বাঁধতে গিয়েছিল। ফেরার পথে বোমগুলি তার চোখে পড়ে। তবে বুঝতে না পেরে সে এগুলি তুলে ফেলে । পরে বোমা বুঝতে পেরে ফের এগুলিকে রেখে দেয়। এদিকে বাসিন্দাদের দাবি বোমা ফেটে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পুলিশ বোমাগুলিকে উদ্ধার করেছে।

    এদিকে বোমা উদ্ধারকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠছে। বিজেপি নেতা প্রশান্ত মান্ডির দাবি, ওই এলাকায় বিজেপির নির্বাচনী ফল খুব ভালো হয়েছে। বিজেপির প্রভাবও ভালো রয়েছে। নির্বাচনে জয়লাভের পর থেকে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে শাসক দল। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। তারাই এই বোমাগুলি রেখেছে। তৃণমূল নেতা মহম্মদ ইসমাইল বলেন, বোমাগুলো পাওয়া গিয়েছে বিজেপি নেতা প্রশান্ত মান্ডির বাড়ির পাশের জমিতে। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় সন্ত্রাস কায়েম করার জন্য বোমা মজুত করেছিল। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments