More
    Homeখবরপূর্ব বর্ধমানে জুড়ে দুয়ারে সরকারের ৫৫০০ টি ক্যাম্প হয়েছে

    পূর্ব বর্ধমানে জুড়ে দুয়ারে সরকারের ৫৫০০ টি ক্যাম্প হয়েছে

    পূর্ব বর্ধমানে জুড়ে দুয়ারে সরকারের ৫৫০০ টি ক্যাম্প হয়েছে। পূর্ব বর্ধমানে জুড়ে দুয়ারে সরকারের ৫৫০০ টি ক্যাম্প হয়েছে।এমনই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।শুধু তাই নয়,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কথা। যার মাধ্যমে রাজ্যের বারো হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ, পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে।

     

    সংশ্লিষ্ট বিষয়ে শনিবার জেলাশাসক দপ্তরে কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা। সাংবাদিক বৈঠকে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, পূর্ব বর্ধমান জেলা জুড়ে ৫৪১টি পথশ্রী ও রাস্তাশ্রী স্কিম অনুমোদন করা হয়েছে, যার মধ্যে ৮৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা তৈরিতে মোট ৩১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

     

    মোট ৪ টি এজেন্সির দ্বারা সমস্ত রাস্তাগুলি তৈরি করা হবে। পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের কথা ভালো করে প্রচার করা হচ্ছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজগুলি শুরু হবে। জেলাশাসক প্রিয়াংকা সিংলা আরও বলেন, ষষ্ঠতম পর্যায় আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। ২০২৩ এর প্রথম দুয়ারে সরকার শুরু হবে ১লা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত। এবিষয়ে প্রচারের জন্য বিভিন্ন রকম ক্যাম্প করা হবে।

     

    যেখানে দুবার ক্যাম্পের প্রয়োজন হবে সেখানে দ্বিতীয় বারও ক্যাম্প তৈরী করা হবে। এখনো পর্যন্ত জেলায় জুড়ে প্রায় ৫৫০০ টি ক্যাম্প আয়োজিত হয়েছে। এ বছর দুয়ারে সরকার ক্যাম্পে একটি কন্ট্রোল রুম করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের যদি কোন অভিযোগ অথবা আমাদের যদি কোন সাজেশন দিতে চান তাহলে তিনি সেখানে বলতে পারবেন। এদিনের সাংবাদিক বৈঠকে জেলাশাসক প্রিয়াংকা সিংলা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ।

     

    সম্ভবত চলতি মাসের ২৮ তারিখ সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের ৫৪১ টি রাস্তার সূচনা করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের রাস্তা তৈরী করতে চূড়ান্ত অনীহা দেখা দিয়েছে ঠিকাদারদের মধ্যে। এই প্রকল্পে রাস্তা তৈরীর টাকা শেষমেশ পাওয়া যাবে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন ঠিকাদার সংস্থাদের একাংশ। যদিও তাদের আশঙ্কার কোন কারন নেই জানিয়ে ঠিকাদার সংস্থাগুলিকে ইতিমধ্যেই আশ্বস্ত করেছে জেলা প্রশাসন বলে জানা গেছে।

     

    MORE NEWS – ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন।“ : শুভেন্দু

    নিয়োগ দুর্নীতির পর নারদকাণ্ড নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর নিশানায় সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর একটি ভিডিয়ো (যাচাইকৃত নয়) সত্যতা যাচাই করেনি) পোস্ট করে সমাজমাধ্যমে কুণাল প্রশ্ন তুললেন, কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? নিরপেক্ষতা নিয়ে খোঁচাও দিলেন সিবিআইকে। শুভেন্দু (Suvendu Adhikari) যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি। তাঁর দফতর আবার কুণালকে ‘জেলখাটা আসামি’ সম্বোধন করে জানিয়েছে, এই নিয়ে কোনও মন্তব্য করবে না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments