More
    Homeঅনান্যপেঙ্গুইনোন-যৌগ কোন রোগ, নিরাময়ের জন্য তার নির্ণয় প্রক্রিয়া জারি

    পেঙ্গুইনোন-যৌগ কোন রোগ, নিরাময়ের জন্য তার নির্ণয় প্রক্রিয়া জারি

    Today Kolkata:-   পেঙ্গুইনের মতো দেখতে; তাই নাম তার পেঙ্গুইনোন। পরিচয়ে একটি জৈব যৌগ। তবে খুব একটা পরিচিত নয়। যৌগ যৌগটির দ্বিমাত্রিক আণবিক গঠন অনেকটা পেঙ্গুইনের মতো দেখতে তাই এমন নামের সার্থকতা! দশ অণু কার্বন, এক অণু অক্সিজেন ও চোদ্দ অণু হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত এই যৌগটির রাসায়নিক নাম ৩,৪,৪,৫- টেট্রামিথাইলসাইক্লোহেক্সা- ২,৫- ডিয়েন- ১- ওয়ান।

     

    আণবিক ভর ১৫০.২২১ গ্রাম প্রতি অণু। যৌগটি সাধারণত কার্বন-অক্সিজেন দ্বিবন্ধন সমন্বিত কার্বনিল গ্রুপের অন্তর্ভুক্ত কিটোন শ্রেণীর। রসায়নবিদরা মজা করে বলেন কিউট মোলেকিউল! আণবিক গঠনে দুটি দ্বিবন্ধন থাকায় একে ডাইনোন শ্রেণীর জৈব যৌগ হিসেবেও চিহ্নিত করা হয়। এই বিশেষ ধরনের আণবিক গঠন হওয়ার জন্য এই যৌগটি ডাইনোন-ফেনল পুনর্বিন্যাসের ক্ষেত্রে উপযোগী। ১৯২১ সালে জার্মান রসায়নবিদ কার্ল ভন অওয়ার্স এবং কার্ল জিয়েগলার জৈব রসায়নের এই বিশেষ বিক্রিয়াটি প্রকাশ করেন। কার্যত পেঙ্গুইনোন এই বিক্রিয়ায় সক্রিয়।

     

    মনে করা হয় ১৮৫০ সালে আলেকজান্ডার উইলিয়াম উইলিয়ামসন ক্ষারীয় মৌলের অ্যালকক্সাইড আয়নের সাথে প্রাথমিক ক্ষারীয় হ্যালাইড শ্রেণীর মৌলের বিক্রিয়ার মাধ্যমে ইথার সংশ্লেষণের সময় এই যৌগটির উৎপত্তি হয়। তবে সচরাচর কোন ব্যবসা বা শিল্প ক্ষেত্রে এই যৌগের ব্যবহার খুবই কম। সাম্প্রতিককালে বৈজ্ঞানিক মহলে এই রোগটিকে ওষুধ হিসেবে ব্যবহার করতে জোরকদমে গবেষণা চলছে। এই যৌগটির রাসায়নিক গঠন ও গুণাবলী বিচার করার পর দেখা গেছে ওষুধ হিসেবে প্রয়োগিক লিপসিঙ্কির রুল অব ফাইভের সমস্ত গুণ বর্তমান।

    আরও পড়ুন  – মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কেড়ে নেব! হুঁশিয়ারি কৌস্তভের

    দ্য বায়োফার্মাসিটিক্যালস্ ড্রাগ ডিসপজিশন ক্লাসিফিকেশন সিস্টেমের নির্দেশ অনুযায়ী লিপসিঙ্কির রুল অব ফাইভ সেই সকল যৌগকে ওষুধ হিসেবে সেবনের যোগ্য মনে করে যাদের আণবিক গঠনে হাইড্রোজেন বন্ড দাতার সংখ্যা পাঁচের কম, যৌগ হাইড্রোজেন বন্ড গ্রহীতার সংখ্যা দশের কম, আণবিক ভর পাঁচশোর থেকে কম এবং হিসাবকৃত লগারিদম পি পাঁচের অধিক নয়। এই যৌগটির জৈবিক ও ওষুধ সংক্রান্ত সমস্ত গুণাবলী ওই সমস্ত গুণের সদৃশ। তাই বিজ্ঞানী মহলে জোর আলোড়ন; হয়তো পেঙ্গুইনোনকে একদিন আমরা মানবজাতির আরোগ্যলাভের পথ্য হিসেবে পাব; তবে ঠিক কোন রোগের ওষুধ সেটা এখনও নির্দিষ্ট নয়! পেঙ্গুইনোন

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments