More
    Homeখবরপ্রবল বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙ্গে পড়লো রাস্তার উপর,ঘন্টাখানেক রইলো রাস্তা জাম।

    প্রবল বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙ্গে পড়লো রাস্তার উপর,ঘন্টাখানেক রইলো রাস্তা জাম।

    Today Kolkata :- আসানসোল থকে চিত্তরঞ্জন গামী প্রধান রাস্তার আল্লাডি মোড়ের কিছুটা দূরে একটি বিশাল গাছের ডাল রাস্তায় ভেঙে পড়লো। যার ফলে প্রায় ঘন্টা খানেক যান চলাচল ব্যাঘাত ঘটে। তবে সালানপুর থানার পুলিশ, রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ ও বন দপ্তর এবং স্থানীয় কিছু মানুষের তৎপরতায় গাছের ডালটি সরানো হলে রাস্তার জাম সরানো সম্ভব হয়।বুধবার বিকেলে হটাৎ করে ভারী বৃষ্টিপাত ও ঝড়ঝাঁপটা হলে সেই ঝড়ে আল্লাডি মোড়ের কাছে একটি বিশাল গাছের ডাল রাস্তায় ভেঙে পড়ে তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে সালানপুর থানার আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলী ও রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ রাহুল দেব মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে যান চলাচল স্বাভাবিক করে । প্রবল বৃষ্টির

    প্রবল বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙ্গে পড়লো রাস্তার উপর,ঘন্টাখানেক রইলো রাস্তা জাম ।

    MORE NEWS – রাতের অন্ধকারে গুদাম ঘরে আগুন। ভস্মীভূত গোটা গুদামঘর। প্রায় কোটি টাকার ক্ষতির সম্ভাবনা ।

    Today Kolkata :- গতকাল রাতের অন্ধকারে  কাপুরের গুদামে ভয়াবহ আগুন, আগুনে ভস্মীভূত গোটা গুদামঘর। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন এর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে। প্রায় এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাঠ এলাকার ঘটনা। জানা যায় ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা পলাশ দেব। পেশায় কাপড়ের পাইকারি ব্যবসায়ী। প্রায় কোটি টাকার বেশি কাপুর তার বাড়িতে মজুত থাকে। গতকাল রাতে বাড়ির সকলে অন্য একটি কাজে গিয়েছিলেন। আনুমানিক রাত এগারোটা নাগাদ বাড়ি এসে দেখেন হঠাৎ বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপরে বাড়ির প্রথম গেট টি খুলে পাশে কাপড় রাখা গুদামঘর টি খুলে দেখে পুরো ঘরটি ধোঁয়ায় ভর্তি। এরপরে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে। তবে আগুন নেভানোর কাজে তারাই হাত লাগায়। CONTINUE READING

    MORE NEWS – সোনার ফসল বাড়িতে আসার আগেই দুষ্কৃতীদের আগুনে এক চাষির পাঁচ বিঘা জমির সরষে মাঠে পুড়ে ছাই বলে অভিযোগ।

    মালদাঃ- সোনার ফসল বাড়িতে আসার আগেই দুষ্কৃতীদের আগুনে এক চাষির পাঁচ বিঘা জমির সরষে মাঠে পুড়ে ছাই বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহের চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের মনিকান্ডা মাঠে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ডুমরাল ঘাট এলাকার কৃষক কৈলাশ ভগত। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments