More
    Homeখবরবারাসাতের 33ও 12 নম্বর ওয়ার্ডে প্রচারে ঝড় তুললেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা...

    বারাসাতের 33ও 12 নম্বর ওয়ার্ডে প্রচারে ঝড় তুললেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরয়েল

    Today Kolkata :- পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই আপনারা সবাই দেখেছেন মুখ্যমন্ত্রী বারেবারে প্রমাণ করে দিচ্ছেন ওর পার্টির লোক প্রমাণ করে দিচ্ছে এখানে গণতন্ত্র বলে কিছু নেই । এখানে খেলা হচ্ছে এরা খেলা খেলছে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি।  পুলিশ প্রশাসন পুরোপুরি তৃণমূলকে ইলেকশনটা করায় এটা রেজাল্ট নিয়ে কোনো আশঙ্কা নেই,  সেটা আমরাও জানি আনিস হত্যাকান্ড এটা কোন শকিং এর ব্যাপার নয়।  ইতিমধ্যেই বিজেপির প্রায় তিনশ সাড়ে তিনশো কর্মী আক্রান্ত তখন কিন্তু এই পশ্চিমবাংলার কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি।  সি পি আই এম তখন এত চিৎকার করেন পশ্চিমবাংলায় একজন আই এস এফ কর্মীকে খুন করা হয়েছে সি পি আই এম হোক আই এস এফ এক বা বিজেপি হোক সে আওয়াজটা তোলা দরকার ছিল।  আমাদের কর্মী আক্রান্ত হলেও সিবিআই তদন্তের দাবি আমরা করেছিলাম , রাজনীতি করার জন্য সিঙ্গুর থেকে কারখানা তাড়িয়ে দিল এই সরকার।  মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী পুলিশ , তৃণমূল নেতারা যুক্ত তাহলে কেন তাদেরকে ধরা হচ্ছে না দাবি প্রিয়াঙ্কা র । বারাসাতের

    বারাসাতের 33ও 12 নম্বর ওয়ার্ডে প্রচারে ঝড় তুললেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরয়েল

    MORE NEWS – শুক্রবার বিকেলে শেষ হলো জলপাইগুড়ি সহ ময়নাগুড়ি, এবং মালবাজার পৌর নির্বাচনের প্রচার পর্ব ।

    জলপাইগুড়ি :-  নির্বাচন বিধি অনুযায়ী প্রচার পর্ব শেষ হতেই সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণের লক্ষে এরিয়া ডোমিনেশনের কাজে নামলো বিশেষ বাহিনী। শুক্রবার বিকেলে শেষ হলো জলপাইগুড়ি সহ ময়নাগুড়ি, এবং মালবাজার পৌর নির্বাচনের প্রচার পর্ব,
    আগামী রবিবার হবে তিনটি পৌরসভার মোট সাতান্ন টি আসনে ভোট গ্রহণ, ভোটের দিন যাতে শান্তি পূর্ন ভাবে ভোট দাতারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই দিকটি মাথায় রেখে, জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শুক্রবার বিকেল থেকেই রাজ্য পুলিসের  বিশেষ সশস্ত্র বাহিনীর জওয়ানদের টহল শুরু হয়েছে। এই প্রসঙ্গে কোতয়ালী থানার আই সি অর্ঘ্য সরকার জানান, অবাধ এবং শান্তি পূর্ন ভাবে পৌরসভা নির্বাচন সংগঠিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা।

    বাজেট সহ কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ের উপর বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করল ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments