More
    Homeখবরবাজেট সহ কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ের উপর বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করল...

    বাজেট সহ কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ের উপর বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করল ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস।

    Today Kolkata : – আজ বিকেল 4 টা নাগাদ ছাতনা বারবাকড়া মোড় থেকে দুবরাজপুর মোড় পর্যন্ত বাঁকুড়া জেলা কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী বিজেপির কেন্দ্রীয় বাজেট এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আয়োজন করে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস। ছাতনা ব্লক 13 টি অঞ্চল থেকে কয়েক হাজার মহিলা ও পুরুষ এই মিছিলে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে মহিলাদের যোগদান ছিল চোখে পড়ার মতো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কিসান ক্ষেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী , ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরী, ছাতনার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র নাথ নায়েক সহ অঞ্চল প্রধান ও মহিলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থকরা।

    কিসান ক্ষেতমজুর সেলের জেলা সাধারণ সম্পাদক জানান অবিলম্বে 100 দিনের কাজ 200 দিন করতে হবে এবং 2022 বর্ষের আর্থিক বাজেটে কৃষকদেরকে যেভাবে বঞ্চনা করা হয়েছে তার তীব্র বিরোধিতা করে আজকের এই পথ মিছিল । ছাতনা বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ লায়েক জানান পাঁচ হাজারেরও অধিক সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করে এই মিছিল কে সাফল্যমন্ডিত করেছে এবং তাদের যে দাবি-দাওয়া তার সকল সাধারণ মানুষের দাবি তেমনটাই জানিয়েছেন ।

    বাজেট সহ কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ের উপর বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করল ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস।

    MORE NEWS – আগামী 27 শে ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পুরসভার সাথে দক্ষিণ দিনাজপুরের একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ।

    Today Kolkata :- আগামী 27 শে ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পুরসভার সাথে দক্ষিণ দিনাজপুরের একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যার দরুন এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত। ঠিক তেমনিভাবে বালুরঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করতে দেখা গেল কাচা বাদাম খেত ভুবন বাদ্যকর মহাশয় কে । এবারের পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য বালুরঘাট বাসীর কাছে তিনি আহ্বান জানান। এছাড়া ও তাকে ঘিরে ব্যাপক জনসমাগম ঘটে এবং মাঝে মাঝে তার বিখ্যাত গান – ” বাদাম বাদাম দাদা কাচা বাদাম আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম ” – গানটিকে সকল স্তরের মানুষের মন জয় করেছেন বলেই জেলা তৃণমূল সূত্রের জানানো হয়েছে। CONTINUE READING

    স্কুলমুখী করতে ক্রীড়া প্রতিযোগিতার আসর

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments