More
    Homeখবরআগামী 27 শে ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পুরসভার সাথে দক্ষিণ দিনাজপুরের একাধিক...

    আগামী 27 শে ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পুরসভার সাথে দক্ষিণ দিনাজপুরের একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    Today Kolkata :- আগামী 27 শে ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পুরসভার সাথে দক্ষিণ দিনাজপুরের একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যার দরুন এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত। ঠিক তেমনিভাবে বালুরঘাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করতে দেখা গেল কাচা বাদাম খেত ভুবন বাদ্যকর মহাশয় কে । এবারের পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য বালুরঘাট বাসীর কাছে তিনি আহ্বান জানান। এছাড়া ও তাকে ঘিরে ব্যাপক জনসমাগম ঘটে এবং মাঝে মাঝে তার বিখ্যাত গান – “বাদাম বাদাম দাদা কাচা বাদাম আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম” – গানটিকে সকল স্তরের মানুষের মন জয় করেছেন বলেই জেলা তৃণমূল সূত্রের জানানো হয়েছে। পৌরসভায় নির্বাচন

    এছাড়াও ভুবন বাদ্যকর এই জনসমাগম দেখে বলেন আসন্ন নির্বাচনে সমস্ত কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব এই ভিড় দেখে আশায় বুক বাঁধছেন যে।, 2022 পৌর নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করে বালুরঘাট বাসীকে আরো উন্নত ও সার্বিক পরিষেবা প্রদান করবেন।

    আগামী 27 শে ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পুরসভার সাথে দক্ষিণ দিনাজপুরের একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    MORE NEWS – বিজেপি ভিক্ষা করার দল, মীরজাফর ও পাল্টি খাওয়া নেতাদের বিরোধী দলনেতা হয় বারুইপুর এসে শুভেন্দুর উপর ক্ষোভ উগরে দিলেন ববি হাকিম

    TodayKolkata :- বারুইপুরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরসভার সহযোগিতায় উন্নয়ন হয়েছে। ড্রেন থেকে আলো সবই হয়েছে। এই পুরসভাকে বাংলার শ্রেষ্ঠ পুরসভায় পরিণত করতে আহবান জানান ফিরহাদ। তার জন্য দায়িত্ব নিতে হবে পৌরসভার প্রত্যেকক কাউন্সিলরদের। এমনই বললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ ববি হাকিম। শনিবার সন্ধ্যায় বারুইপুর পুরসভায় ১৭টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বারুইপুর রেলমাঠে এক সভায় এসে এই কথা বলেন মন্ত্রী। সভায় ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রী ববি হাকিম বলেন, সিপিএম, কংগ্রেসকে তো খুঁজে পাওয়া যায় না। সিপিএম, কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। তবুও জায়গা পাওয়ার চেষ্টা করছে। বিরোধী দলনেতা করার লোক নেই।  CONTINUE READING

    মানিকচক এলাকায় ঘরের ভিতর থেকে এক সিভিক ভলেন্টিয়ারের মায়ের থেথলানো মৃত দেহ উদ্ধার

    ” পাড়ায় শিক্ষালয় ” কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলার বালিয়াতে শিক্ষা সামগ্রী প্রদান করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments