More
    Homeপশ্চিমবঙ্গপ্রয়াত প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী

    প্রয়াত প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী

    প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী ও বর্ষীয়ান সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী। এক অধ্যায়ের অবসান হলো তাঁর প্রয়াণের মধ্য দিয়ে। শনিবার রাতে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরি বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। তিনি একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন। দলের তাত্ত্বিক বিষয় নিয়ে চর্চা করতেন।

    সিপিআইএন সূত্রে খবর, ছয়ের দশকে প্রেসিডেন্সিতে পড়ার সময়ই ছাত্র রাজনীতিতে যোগ দেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে রাজনীতি করেছেন একসঙ্গে। দলের অন্দরে ছিলেন মৃদুভাষী। অধ্যাপনাও করেছেন দীর্ঘদিন। শ্রীরামপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন সুদর্শন রায়চৌধুরি। ২০০৬ সালে জাঙ্গিপাড়া থেকে নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হন। মন্ত্রীসভায় উচ্চশিক্ষামন্ত্রী পদে আসেন। তার আগে দু’‌বার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments