More
    Homeজাতীয়প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়

    প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়

    প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায় । শুক্রবার সন্ধ্যা সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় এই কিংবদন্তি ফুটবলার । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । বছর কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই প্রাক্তন কিংবদন্তি ফুটবলার । তারপরই অসুস্থতার কারণে ফুটবলের থেকে বহু দূরে চলে যান তিনি । তিনি রেখে গেলেন এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে। রয়েছেন পাঁচ নাতি নাতনি। তিনি শেষ বয়সে ছেলের কাছে লন্ডনে থাকতেন । তার প্রিয় ক্লাব ছিল মোহনবাগান । এক সময় মোহনবাগানের অধিনায়ক ছিলেন । আর তাই প্রিয় ক্লাবকে ভালোবেসে বারবার ছুটে আসতেন ক্লাবে । তবে অসুস্থতার পর আর তাকে মাঠ মুখো হতে দেখা যায়নি ।

    প্রণব গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৪৫ সালের ৯ সেপ্টেম্বর মাসে। হাওড়াতে জন্ম হলেও শৈশব কেটেছে বোলপুরের শান্তিনিকেতনে। পাওয়ার লিগ টুর্নামেন্ট দিয়ে তাঁর ফুটবলের শুরু । ১৯৬৭ সালে হাওড়া ইউনিয়ন থেকে মোহনবাগান ক্লাবে যোগ দেন। সেবছর দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত গোল করে সকলের নজরে এসেছিলেন । ১৯৬৯ সালে মোহনবাগান লিগ ও শিল্ড জেতে। শিল্ডের ফাইনালে সেবার ইস্টবেঙ্গলকে হেলায় হারিয়েছিল মোহনবাগান। ৩০ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে গিয়েছিল সবুজ মেরুন শিবির । যার মধ্যে দুটি গোল ছিল প্রণব গঙ্গোপাধ্যায়ের।টানা আট বছর মোহনবাগানে খেলেছেন।তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত ভারতের ফুটবল মহল ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments