More
    Homeজাতীয়ফের বড়সড় প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডে! বরফের তলায় BRO ক্যাম্প, উদ্ধার ২৯১

    ফের বড়সড় প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডে! বরফের তলায় BRO ক্যাম্প, উদ্ধার ২৯১

    ফের বড়সড় প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নীতি উপত্যকায় এক তুষার ধসের খবর পাওয়া যায়। চিনা সীমান্তের কাছে চামোলিতে এই দুর্যোগ হয়। এই দুর্যোগের কোপে পড়ে বর্ডার রোড অর্গনাইজেশনের একটি ক্যাম্প। সেনার তরফে জানা গিয়েছে, সেই ক্যাম্প থেকে এখনও পর্যন্ত ২৯১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে ঋষিগঙ্গা নদীতে জলের উচ্চতা ২ ফুট বেড়ে গিয়েছে৷ এর আগে ফেব্রুয়ারি মাসেই হিমবাহ ভেঙেছিল উত্তরাখণ্ডে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।

    এদিকে নীতি উপত্যকার ঘটনায় টুইট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমরা নীতি ভ্যালির সুমনা এলাকায় হিমবাহ ভাঙ্গার খবর পেয়েছি। আমি এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছি। আমি জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গনাইজেশনের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছি।’ তিরথ সিং আরও লেখেন, ‘জেলা প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সব তথ্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি। এনটিপিসি এবং অন্যান্য প্রকল্পে রাতের বেলা কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

    এদিকে এই ঘটনার প্রেক্ষিতে চামোলির জেলা প্রশাসক স্বাতি ভদৌরিয়া বলেন, ‘সেখানে কী ঘটেছে, তা নিশ্চিত করার জন্য আমি বর্ডার রোড অর্গানাইজেশন এবং আইটিবিপি-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। সেখানে কী ঘটেছে তা দেখতে ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছেন একজন শীর্ষ স্থানীয় বিআরও কর্মকর্তা। অঞ্চলটি জনশূন্য তবে এখানে আইটিবিপি এবং বিআরও কর্মরতদের পোস্ট রয়েছে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments