More
    Homeখবরবন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের পচাগলা মৃতদেহ।

    বন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের পচাগলা মৃতদেহ।

    Today Kolkata:- বন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের পচাগলা মৃতদেহ। শুক্রবার রাতে দেহ দুটি উদ্ধার হয় সাঁকরাইল এর নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের আওতাধীন পোদ্রা শিব তলা সরকার পাড়ায়। মৃত 2 জনের নাম সোমা মিত্র (৬৫) এবং অমৃতা মিত্র(৩৫)। বন্ধ কর থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা খবর দেন নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের স্বামী বিমলেন্দু মিত্র (৭৫) চলতি মাসের 26 তারিখ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্ভবত সেই অবসাদ এই আত্মহননের পথ বেছে নেন মা ও মেয়ে। ঘর থেকে মেয়ের দেহ ঝুলন্ত অবস্থায় এবং মায়ের দেহ বাঁ হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মায়ের মৃতদেহকে বাঁ হাতের শিরা কাটা ছিল। এ বিষয়ে হাওড়া পুলিশের এ কথা বলেন।

    বন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের পচাগলা মৃতদেহ।

    MORE NEWS – বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

    Today Kolkata:- মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন কি উদ্দেশ্য সেই প্রশ্নের জবাবে তিনি বলেন…উনার ব্যবহার দেখে ইদানিং বোঝা যাচ্ছে উনি পুরোপুরি কনফিউজড কারণ যেভাবে পুলিশকে ধমকাচ্ছেন পুলিশ সবকিছু করছে পুলিশ কী করছে বলে তিনি প্রশ্ন তোলেন এর পাশাপাশি তিনি আরো বলেন পুলিশকে আপনারা কিছু করতে না দিয়ে হাত বেঁধে রেখেছেন পুলিশ আজকে পার্টির ক্যাডার হয়ে গেছে শুধু ভোটে জেতানো ওদের কাজ হয়েছে আপনি পুলিশ মন্ত্রী 11 বছর ধরে পুলিশের যদি এই দুর্দশা হয়ে থাকে কে দায়ী আপনি দায়িত্ব নিন ঘরে দায়িত্ব নেওয়ার হিম্মত নেই এখন ক্যাচাল থেকে বাঁচার জন্য মাঝে মাঝে দিল্লি যানে উনি অনেক লোককে অ্যাপয়নমেন্ট এর জন্য বলেছেন আগে থেকে বলে দেন জেজে অ্যাপয়নমেন্ট দেবেন তার সঙ্গে দেখা করবেন।তথাগত রায়ের টুইট প্রসঙ্গে তিনি বলেন …দেখুন এই সব পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না, CONTINUE RADING

    ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক।

    চন্দননগর পুলিশ কমিশনার আন্ডারে 10 টি “WINERS” ওমেন্স পুলিশ বাইক পেট্রোল সার্ভিসের সূচনা হল।

    Body building বডি বিল্ডিং এ বিশ্ব জয় মিস্টার ইউনিভার্স এর মুকুট বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments