More
    Homeখবরবিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে...

    বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

    Today Kolkata:- মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন কি উদ্দেশ্য সেই প্রশ্নের জবাবে তিনি বলেন…উনার ব্যবহার দেখে ইদানিং বোঝা যাচ্ছে উনি পুরোপুরি কনফিউজড কারণ যেভাবে পুলিশকে ধমকাচ্ছেন পুলিশ সবকিছু করছে পুলিশ কী করছে বলে তিনি প্রশ্ন তোলেন এর পাশাপাশি তিনি আরো বলেন পুলিশকে আপনারা কিছু করতে না দিয়ে হাত বেঁধে রেখেছেন পুলিশ আজকে পার্টির ক্যাডার হয়ে গেছে শুধু ভোটে জেতানো ওদের কাজ হয়েছে আপনি পুলিশ মন্ত্রী 11 বছর ধরে পুলিশের যদি এই দুর্দশা হয়ে থাকে কে দায়ী আপনি দায়িত্ব নিন ঘরে দায়িত্ব নেওয়ার হিম্মত নেই এখন ক্যাচাল থেকে বাঁচার জন্য মাঝে মাঝে দিল্লি যানে উনি অনেক লোককে অ্যাপয়নমেন্ট এর জন্য বলেছেন আগে থেকে বলে দেন জেজে অ্যাপয়নমেন্ট দেবেন তার সঙ্গে দেখা করবেন।তথাগত রায়ের টুইট প্রসঙ্গে তিনি বলেন …দেখুন এই সব পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না দু পেগ ইংরেজি মাল খেতে বললে অনেকেই ভুলভাল ইংরেজি বলে বলে তিনি কটাক্ষ করেন। বিজেপির সর্বভারতীয়,বিজেপির সর্বভারতীয়,বিজেপির সর্বভারতীয়

    জুট শিল্পের অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছেন অর্জুন সিং এই প্রশ্নের জবাবে তিনি বলেন….ঠিকই আছে আরও অনেক মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন উনি দেখছেন, লড়ছেন লড়ুন। যদি কিছু ভালো হয় ভালো। কেন্দ্র সরকার সেন্ট পার্সেন্ট সাবসিডি দিচ্ছে জুট বেতে এর আগে কেউ দেয়নি আর একটা সিলিং বেঁধেছে সরকার আপনি যদি বলতেন 50 টাকার জুতো কিনেছি তাহলে আরো 50 টাকা পাবেন তার ওপরে 70 টাকা যদি বলেন 70 টাকা পাবেন সরকারকে একটা নীতি নিয়ে চলতে হয় এখানকার সমস্যাটা দিল্লি নিয়ে গেলে হবে না। এখানকার সমস্যা সমাধানের জন্য কি চেষ্টা করছেন যারা এত বছর জুট থেকে থেকে কামিয়েছেন জুটমিল গুলো চুষে খেয়েছেন তাদের দায়িত্ব এখানকার যদি খেতে না পায় তাদের দায়িত্ব আছে এই সরকারের দায়িত্ব আছে যারা জুট মিলের সাথে যুক্ত প্রত্যেকের দায়িত্ব আছে সবাই কামাবেন দায়িত্ব নেবেন না কেন্দ্রের ঘারে ফেলে দেবেন এটা হতে পারে না।

    বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

    Body building বডি বিল্ডিং এ বিশ্ব জয় মিস্টার ইউনিভার্স এর মুকুট বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

    আমিও হাজার চিঠি লিখি যারা যারা এর সাথে যুক্ত সবাইকে বসে চিন্তা ভাবনা করে এর সমাধান বার করতে হবে কেন্দ্র সরকার সাবসিডি দিতে পারে ধানে 1940 টাকা সাবসিডি দিচ্ছে কেন্দ্র সরকার এখানকার চাষিরা সাড়ে 1400 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে তার জন্য দায়ী কে বলে প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের কোন দায় নেই তার ফড়েরা এসে টাকা নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার নীতি পরিষ্কার তারা ঘোষণা করে দিয়েছে একটা নয় এরকম দশটা  করে ফসলের উপর সাবসিডি সেই নিয়ে অভিযোগ আসছে না পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে অভিযোগ হয় কেন। দোলা সেন ও অর্জুন সিং কে স্বাগত জানিয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেন ঠিক আছে কে কোথায় যাবে ঠিক করুন এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে যে কোন সময় যে কেউ যেতে পারে মানুষ বিচার করবে

    উত্তরবঙ্গ কে আলাদা করার চেষ্টায় প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী  উত্তরবঙ্গে যাচ্ছেন কারন উনাকে হারিয়ে দিয়েছে সেখানকার সমস্যা সমাধানের কথা ভেবেছেন বলে প্রশ্ন তোলেন এর পাশাপাশি তিনি আরো বলেন সেখানে তার লক্ষ্যে কোনদিন জিজ্ঞাসা করেছেন কেমন আছো জিজ্ঞাসা করেছেন কলকাতায় বসে মনে হলো উনার ছুটি ঘোষণা করে দিলেন কে চেয়েছে ছুটি ওনার কাছ থেকে দুবছর ধরে বন্ধ আছে ছুটি এইজন্য চাইছেন মাস্টারদের নিয়ে দুয়ারে সরকার করবেন বাড়ি বাড়ি ক্যাডাররা যাচ্ছেনা কমাতে ব্যস্ত সরকার টাকা খরচ করছে না কাটমানি আসছেনা সিন্ডিকেট চলছেনা দু’বছর তিন বছর ধরে কন্ট্রাকটারদের টাকা বাকি আছে টাকা না পেলে কাটমানি দেবে কোত্থেকে এখন চা পাওয়া যাচ্ছে সেটা চেটেপুটে খাচ্ছেন মারামারি করছেন বন্দুক দিয়ে সমাধান হচ্ছে সেই জন্য আবার দুয়ারে সরকার করতে হবে লোককে বোকা বানাতে হবে আর টিচাররাই করবেন টিচার রা এখন ওদের পার্টির ক্যাডার।

    রাজ্য সরকারের কোন দায় নেই তার ফড়েরা এসে টাকা নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার নীতি।

    ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক।

    শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন ব্রাজ্জে কম দামে মদ বিক্রির জন্য ধর্ষণের ঘটনা বেড়েছে রাজ্যে প্রসঙ্গে তিনি বলেন…….. শুধু মদ বিক্রি কম দামে নয় বাড়ি বাড়ি মদ দেওয়া হচ্ছে খাও দাও ফুর্তি কর যা ইচ্ছা করো পুলিশ এফআইআর নেবে না এটা কে দিয়েছে ছাড় দিয়েছে সরকার মুখ্যমন্ত্রী দিয়েছে তার পরিণাম ভুগতে হবে পুলিশকে গালাগালি দিচ্ছেন পুলিশকে ধমকাচ্ছেন পুলিশ বেচারা কি করবে তাদের হাত-পা বেঁধে দিয়ে তাদেরকে দিয়ে খালি ভোট করাচ্ছেন ‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments