More
    Homeখবরবাড়ছে আন্দোলনের ঝাঁঝ, নিয়োগের দাবিতে অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের।

    বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, নিয়োগের দাবিতে অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের।

    Today Kolkata:- আন্দোলেন ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে বুধবার দুপুরে আচমকাই এক্সাইড মোড়ে জমায়েত করে করেন ২০১৪ সালের নন-ইনক্লুডেড টেট প্রার্থীরা। শুরু হয় বিক্ষোভ। জমায়েত ভাঙতে ধরপাকড় শুরু করে পুলিশ। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। রক্ত ঝরে আন্দোলনকারীর। আন্দোলনকারীদের টেনে হেঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে পুলিশ কর্মীরা। পালটা পুলিশের গাড়ির চাকার তলায় মাথা রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এক্সাইড মোড় ফাঁকা করে দিতেই ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে ক্যামাক স্ট্রিট।আন্দোলনকারীদের দাবি একটাই , নিয়োগ চাই।চাকরি ,চাকরি

    দেড় বছরের বেশি সময় কেটে গিয়েছে। চাকরির দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন ভবিষ্যতের শিক্ষকরা। কিন্তু নিয়োগ মেলেনি। এদিন আচমকাই এক্সাইড মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ শুরু করতেই ধরপাকড় শুরু করে পুলিশ। এক্সাইড মোড়ে ছিলেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। অভিযোগ, টেনে হেঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু তাতেও তাঁদের দমানো যায়নি। পুলিশি ধরপাকড়ের জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পরিবর্তে তুলে প্রিজন ভ্য়ানে তুলে নিয়ে যাওয়া হয়। আন্দোলনের জেরে এদিন আশুতোষ মুখার্জি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

    বাড়ছে আন্দোলনের ঝাঁঝ , নিয়োগের দাবিতে অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের।

    ২০২৩ সালের রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।

    নদীয়া সফরে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী , সার্কিট হাউসে মমতার সাথে মুকুলের সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

    MORE NEWS – কাগজ-কলমে ‘ফলস’ কমিটির তালিকা , ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় পর্য়বেক্ষক সুনীল বনশল।

    জেলায় জেলায় এখনও বহু বুথে কোনও কমিটি গড়ে ওঠেনি বিজেপির। বাস্তবে অস্তিত্ব নেই, অথচ কাগজ-কলমে ‘ফলস’ কমিটি বানিয়ে সদস্যদের তালিকা বড় করে অনেক ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে ‘বাহবা’ আদায় করা হচ্ছে। যা নিয়ে ক্ষুব্ধ রাজ‌্য বিজেপির কেন্দ্রীয় পর্য়বেক্ষক সুনীল বনশল। শিলিগুড়িতে দলীয় বৈঠকে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি। যোগ্য দলীয় সদস্য দিয়ে প্রতিটি বুথ মজবুত না করলে শুধু পঞ্চায়েত ভোট নয়, লোকসভাতেও ভাল ফল মিলবে না বলে যথেষ্ট আক্ষেপ প্রকাশ করেন সুনীল বনশল ও রাজ্য নেতৃত্ব। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments