More
    Homeখবর২০২৩ সালের রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।

    ২০২৩ সালের রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।

    Today Kolkata:- ২০২৩ সালের জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে খসড়া তালিকায় ভোটারের সংখ্যা কমে গিয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী, ২০২৩ সালে রাজ্যের ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০। অর্থাৎ একবছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে ১২ হাজার ৫৭৭ জন কমে গিয়েছে।

    নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী , প্রতি বছরই ভোটার তালিকায় সংশোধন করা হয়। তবে এভাবে ভোটার সংখ্যা কমে যাওয়াটা কার্যত নজিরবিহীন। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করেছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। আর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম। এদের মধ্যে অনেকেই মৃত। তবে সকলে নয়। কমিশন সূত্রের দাবি, ভোটার তালিকা ঝাড়াই-বাছাই করে বেশ কিছু অস্তিত্বহীন ভোটারের নাম পাওয়া গিয়েছে। তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সেকারণেই ভোটার সংখ্যা কমেছে।

    কৃষ্ণনগরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন। আপনাদের নিজেদের দেখতে হবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা। ভোটার তালিকায় নাম না থাকলে কোনওরকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। রেশন কার্ড থেকে নাম কেটে দেবে। ভোটার তালিকা থেকেও নাম কেটে দেবে।” পঞ্চায়েত নির্বাচনের আগে গত সপ্তাহেই সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানে রাজ্যের বিরোধী দলগুলি ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছেন।

    ২০২৩ সালের রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।

    MORE NEWS – আন্দোলনের মাঝেই চাকরিপ্রার্থীর হাতে কামড় পুলিশের৷

    টেট আন্দোলনের মাঝে ঘটে গেল উলট পুরান। পুলিশের কামড় খেলেন এক চাকরিপ্রার্থী। এমনটাই অভিযোগ। বুধবার এই ঘটনাটি ঘটেছে ক্যামাক স্ট্রিটে। অভিযোগ, টেট আন্দোলনকারীদের মধ্যে এক মহিলার হাতে সজোরে কামড় দিয়েছেন এক মহিলা পুলিশকর্মী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই পুলিশকর্মী। চাকরির দাবিতে আন্দোলনে অনড় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments