More
    Homeজাতীয়বাড়তে চলেছে সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম

    বাড়তে চলেছে সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম

    আগামী বছরের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার আগে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হবে কিনা তা স্পষ্ট নয়। তবে জিএসটি কাউন্সিলের বৈঠকেই হোক বা কেন্দ্রীয় বাজেট-সিগারেট সহ বিভিন্ন তামাকজাত পণ্যে করের বোঝা বাড়তে চলেছে। সিগারেট, গুটখা, পান মশলা প্রভৃতি এখন জিএসটির আওতায়, কেন্দ্র বিভিন্ন তামাকজাত পণ্যের উপর বিভিন্ন হারে অতিরিক্ত সেস আদায় করে। বিভিন্ন তামাকজাত পণ্যে কী হারে কর বসানো উচিত, সেই নীতি নির্ধারণ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র।

    বাড়তে চলেছে সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম

    Read More-লক্ষ্মীপুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে ট্রাক-টোটোর সংঘর্ষে মৃত ৪

    আর এই খবরের পরই মঙ্গলবার শেয়ার বাজারে আইটিসি লিমিটেড সহ প্রায় সবক’‌টি সিগারেট তৈরির সংস্থার শেয়ার দর ২ থেকে ৭ শতাংশ অবধি পড়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক বিভিন্ন তামাকজাত পণ্যের জন্য একটি সুসংহত কর নীতি প্রস্তাব তৈরি করতে ওই কমিটি গঠন করেছে। যারা তামাকজাত পণ্য নীতির একটি পথ নির্দেশিকা করে ভারতকে এমপাওয়ার (‌তামাকজাত পণ্য ব্যবহার থেকে মানুষকে নিবৃত্ত করা এবং এই পণ্যের উপর কর বৃদ্ধি করা)‌ দেশ হিসেবে সুনিশ্চিত করার সুপারিশ করবে। আগামী বাজেটে তামাকজাত পণ্যের উপর কোন মডেলে কর ও করের হারের প্রস্তাব সরকারের রাখা উচিত, সে বিষয়েও পরামর্শ দেবে এই কমিটি।

    Read More-কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments